প্রথমবারের মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/05/30/rajshahi_university.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবার থেকে প্রথমবারের মতো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামি ১২ এপ্রিল থেকে রাবির ভর্তি পরীক্ষা শুরু হবে, যা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে রাবিতে ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রাথমিক আবেদনের শেষ দিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ফরিদ উদ্দীন খান বলেন, 'দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাবির ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি ছিল। সেই পরিপ্রেক্ষিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং অ্যাকাডেমিক কাউন্সিল, ভর্তি সংক্রান্ত উপকমিটি ও ভর্তি সংক্রান্ত কমিটির অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।'
তিনি বলেন, পরীক্ষার কেন্দ্র হিসেবে যেসব বিশ্ববিদ্যালয় নির্ধারিত হয়েছে, সেসব বিশ্ববিদ্যালয়ই মূলত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে থাকবে।
'তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য রাবির পক্ষ থেকে একটি ম্যানেজমেন্ট টিম কাজ করবে। এটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ ও প্রশ্নপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় তদারকি করবে।'
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন বলেন, 'শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের সময়, অর্থ এবং ভোগান্তি কমবে।'
তিনি বলেন, 'প্রাথমিক আবেদনের পর চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন হবে, যা বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্টর পরিচালনা করবে। এরপর ১২ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।'
১২ এপ্রিল 'বি' ইউনিট, ১৯ এপ্রিল 'এ' ইউনিট ও ২৬ এপ্রিল 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।