ধানমন্ডি ৩২-এর ঘটনা বিশৃঙ্খলা সৃষ্টি ও গণতন্ত্র পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হতে পারে: হাফিজ উদ্দিন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/hafiz-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি এবং অন্যান্য স্থাপনায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে একটি চক্র থাকতে পারে, যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী প্ল্যাটফর্ম স্বাধীনতা ফোরাম আয়োজিত 'বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ'- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, 'যে ঘটনা গতকাল (বুধবার) শুরু হয়েছে, তা এখনও চলমান; এখনও শেষ হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না, সরকারের ভূমিকা সম্পর্কেও আমরা অবগত নই। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, হয়তো আজকের মধ্যে জানতে পারব এর জন্য দায়ী কারা।'
তিনি বলেন, তাদের দল এ ঘটনার সম্পূর্ণ তথ্য পাওয়ার পর প্রতিক্রিয়া জানাবে।
এই বিএনপি নেতা বলেন, 'কিন্তু আমরা মনে করি, আগামী দিনে গণতন্ত্রের পথকে রুদ্ধ করতেই কিছু মানুষ এই বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকতে পারে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ (ভারত) এর সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।'
তিনি বলেন, 'আমরা আশা করি খুব শিগগিরই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার হবে, কারণ গণতন্ত্রের অভাবে অনেক ঘটনা ঘটে।'
হাফিজ উদ্দিন বলেন, 'আমরা আশা করি, বর্তমান সরকার খুব শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধারের পথের সব বাধা দূর করবে।'
তিনি আরও বলেন, 'শেখ হাসিনা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সকল গণতান্ত্রিক শক্তি এবং ছাত্রদের মধ্যে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি।'
তিনি জানান, তারা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ছাত্রদের একটি রাজনৈতিক দল গঠনের জন্য অনুরোধ করেছেন।
তিনি বলেন, 'এর প্রয়োজন নেই। কেউ অনুরোধ করুক বা না করুক, তারা (শিক্ষার্থীরা) তাদের নিজেদের দল গঠন করবেই।'
ছাত্ররা দল গঠন করলে তাদের দল স্বাগত জানাবে জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, 'দল গঠন করা কোনো ভুল নয়, 'বরং জনগণের জন্য আরেকটি বিকল্প তৈরি হবে।'
তিনি আরও বলেন, 'ছাত্রদের কাছে দল গঠন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যথেষ্ট সময় পেয়েছে। 'তারা আরও সময় চায়। আমরা মনে করি, এ বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। তাই গণতন্ত্রের বিরুদ্ধে সকল বিশৃঙ্খলা, বাধা ও ষড়যন্ত্রের অবসানে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।'
অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, 'দেশের জনগণ গণতন্ত্রের পুনরুদ্ধার দেখতে চায়, কিন্তু শুধুমাত্র ভারত অস্থিতিশীলতা চায় এবং বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ হতে দিতে চায় না।'
হাফিজ উদ্দিন আরও বলেন, 'বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের আলোচনার উদ্যোগকে তাদের দল স্বাগত জানায়।'
এই বিএনপি নেতা বলেন, 'সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয় করে বিএনপি ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব তুলে ধরবে। কেউ কেউ মনে করে সরকার সংস্কারের আড়ালে সময়ক্ষেপণ করার চেষ্টা করছে।
তিনি বলেন, 'প্রফেসর মুহাম্মদ ইউনূস একজন জ্ঞানী ব্যক্তিত্ব হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। আমরা তার ওপর আস্থা রেখেছি এবং তাকে আমাদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা তাই করব। তবে আমরা আশা করি, তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। তিনি নিরপেক্ষ থাকবেন এবং জাতিকে সকল সংকট থেকে মুক্ত করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন।'