বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের টানা দ্বিতীয়, নাকি চিটাগং কিংসের প্রথম?
বিপিএলের ফাইনালে ৭ ফেব্রুয়ারি মাঠে নামছে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। বরিশাল কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে? নাকি এক যুগ পর বিপিএলে ফিরে চ্যাম্পিয়ন হয়ে আসরটি স্মরণীয় করে রাখবে চিটাগং কিংস?