নারায়ণগঞ্জে শামীম ওসমানের পৈতৃক বাড়ি ভাঙতে বুলডোজার
![](https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/06/475304094_963278015759022_2492354381809335697_n.jpg)
দলীয় পেইজে শেখ হাসিনা ভাষণ দেয়ার প্রতিবাদে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পৈতৃক বাড়ি 'বায়তুল আমান' বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুদ্ধ জনতা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এক্সকেভেটর (খননযন্ত্র) দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু হয়। তার আগে বিপুল সংখ্যক লোকজন বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।
এই বাড়িটি আওয়ামী লীগ গঠনের অন্যতম একটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত।
জানা যায়, আজ রাত ৭টায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে। পরে চাষাঢ়ায় থাকা সাধারণ জনতা একত্রিত হয়ে বাড়িটিতে ভাঙচুর করে। এসময় আগে থেকেই বায়তুল আমানের সামনে রাখা এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয় ভবনটি।
ভাঙচুরের সময় উত্তেজিত জনতা 'বোরকা শামীম পলাইসে', 'দিল্লী না ঢাকা', 'স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও'- ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বায়তুল আমান ভবনটি ১৯৩৯ সালে শামীম ওসমানের দাদা—- খান সাহেব ওসমান আলী প্রতিষ্ঠা করেন। এখানে আওয়ামী লীগ দল গঠনের বিষয়ে শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং বৈঠক করেছেন। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে এই ভবনটির কথা উল্লেখ করা আছে। শামীম ওসমানের বাবা একেএম শামসুজ্জোহা এই বাড়িথেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
বায়তুল আমান ভেঙে ফেলার বিষয়ে জাহিদ নামে এক বিক্ষোভকারী বলেন, 'এই ভবনের ইতিহাসকে পুঁজি করে শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জে জমিদারতন্ত্র চালিয়েছে। এই বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম হয়েছে— এমন কথা প্রচার করে আওয়ামী লীগের বদলে ওসমান লীগ প্রতিষ্ঠা করেছে। আজকে সেই ভবন গুঁড়িয়ে দিতে একত্রিত হয়েছে সাধারণ মানুষ।'