বন্ধ থাকার পর আবার আমদানি শুরু, ২ দিনে বেনাপোল বন্দর দিয়ে এল ১২০ ট্রাক ফল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/2004733-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
দুই দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে পুনরায় ফল আমদানি শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত দুদিনে ১২০ ট্রাক বিভিন্ন ধরনের ফল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার জানান, 'গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ১২০ ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হয়েছে। এগুলো দ্রুত ছাড়করণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।'
অতিরিক্ত শুল্কারোপের প্রতিবাদে বেনাপোলসহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে দুই দিন ফল আমদানি বন্ধ ছিল, এতে সরকারের প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে ফলের চাহিদা মেটাতে এবং সাধারণ ক্রেতাদের কথা বিবেচনা করে আমদানিকারকরা বৃহস্পতিবার থেকে পুনরায় ফল আমদানি শুরু করেছেন।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ফল আমদানি পুনরায় শুরু হয়েছে।
তবে শুল্ক বৃদ্ধির ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় বাজারে ফলের দাম কেজিতে ৫০-৭০ টাকা পর্যন্ত বেড়েছে।
আগে ফল আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করা হতো, ফলে কেজিপ্রতি ১০১ টাকা শুল্ক দিতে হতো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নির্দেশনায় ৯ জানুয়ারি থেকে এই শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করা হয়, এতে কেজিপ্রতি শুল্ক ১৫ টাকা বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।
বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, 'ফল আমদানি বন্ধ থাকায় বাজারে দাম কয়েকগুণ বেড়ে গেছে। মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা আবার আমদানির সিদ্ধান্ত নিয়েছেন।'
'তবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা না হলে দেশের সব শুল্ক স্টেশন দিয়ে ফল আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে,' বলেন তিনি।