বাইডেনের জয়ে মাইলি সাইরাসের পুরনো গান টপ চার্টে আবার!
প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে আনন্দ উদযাপন। সেইসব উৎসবে অংশগ্রহণকারীদের কাছে সমাদর পাচ্ছে মার্কিন পপ তারকা মাইলি সাইরাসের পুরনো গান 'পার্টি ইন দ্য ইউএসএ'।
এর ফলে, ২০০৯ সালে প্রকাশ পাওয়া এই গান আবারও জায়গা করে নিয়েছে টপ চার্টে।
২৭ বছর বয়সী মাইলির গানটি ইউএস আইটিউনের টপ ২০০ তালিকায় ঢুকে পড়েছে। অন্যদিকে, ইউএস স্পোটিফাইয়ের স্ট্রিমিং চার্টে ৩ লাখ ১৩ হাজার ভিউ নিয়ে উঠে এসেছে তালিকার ৯৩ নম্বরে।
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোয় দেশজুড়ে অসংখ্য পার্টি চলছে বাইডেন সমর্থকদের। এরমধ্যে শনিবার রাতে টাইমস স্কয়ারে বিশাল এক পার্টির আয়োজন করা হয়।
হাজারও বাইডেন সমর্থক সেই পার্টিতে হাজির হয়ে ট্রাম্পের নামে দুয়োধ্বনি এবং 'ইউএসএস! ইউএসএ!' চিৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন। মাইলির গানটি এমন উদযাপনের সঙ্গে বেশ মানানসই বলে এতদিন পর এর গ্রহণযোগ্যতা আরও একবার প্রমাণিত হলো।
- সূত্র: পেজ সিক্স, নিউইয়র্ক পোস্ট