ঘরের মাঠে পয়েন্ট হারালো মেসির আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বের আগের দুই ম্যাচে দারুণ জয় মিলেছিল। বলিভিয়ার উচ্চতার বাধাকে টপকে জয় ছিনিয়ে আনা আর্জেন্টিনা আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষেও জয় পায়। টানা দুই জয় পাওয়া দলটি ঘরের মাঠেই পয়েন্ট খোয়ালো। অসাধারণ ফুটবল খেলে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দিয়েছে প্যারাগুয়ে।
কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার সকালে বুয়েন্স এইরেসের আলবের্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের ২১তম মিনিটে পিছিয়ে পড়া আর্জেন্টিনা নিকোলাস গঞ্জালেসের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে।
এই ম্যাচে ড্র করলেও কাতার বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসির দল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ব্রাজিল। এরপর যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে আছে ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া। দুই ম্যাচে একটিতে জিতে ছয় নম্বরে উরুগুয়ে।
ম্যাচের শুরুতে প্যারাগুয়েকেই বেশি আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে। অবিরত আক্রমণ করতে থাকে তারা। এর ফলও আসে ম্যাচ শুরুর কিছুক্ষণ পর। মিগুয়েল আলমিরনকে ডি-বক্সের মধ্যে আর্জেন্টিনার ডিফেন্ডার লুকাস মার্তিনেস ফাউল করলে পেনাল্টি পায় প্যারাগুয়ে। স্পট কিক থেকে গোল করেন আনহেল রোমেরো।
এরপর যতটা সময় গড়িয়েছে, ম্যাচে ফিরেছে আর্জেন্টিনা। এক পর্যায়ে বল নিয়ন্ত্রণের লড়াইয়ে অনেক এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৪১তম মিনিটে সমতায় ফেরে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লো সেলসোর কর্নার কিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান নিকোলাস গঞ্জালেস।