বাইডেনই পরবর্তী প্রেসিডেন্ট, স্বচ্ছ নির্বাচন সম্পর্কে সকলকে জানানো উচিত: মার্ক জাকারবার্গ
যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদে জো বাইডেনের জয় হয়েছে, বলে নিজ কর্মীদের জানিয়েছেন ফেসবুক মুখ্য নির্বাহী মার্ক জাকারবার্গ। এই সময় তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কথাও জানান। তার একজন মুখপাত্র এই মন্তব্যের ব্যাপারে সিএনবিসি নিউজকে নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার জাকারবার্গ তার শীর্ষ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ''নির্বাচনের ফল ছিল পরিষ্কার, বাইডেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হবেন। নির্বাচনের মৌলিক স্বচ্ছতা সম্পর্কে মানুষকে জানাতে হবে। ট্রাম্পকে ভোট দিয়েছেন এমন লাখ লাখ নাগরিকেরও তা জেনে রাখা উচিৎ।''
জো বাইডেনের আসন্ন প্রশাসন সম্পর্কে এই প্রথম স্বীকারোক্তিমূলক বক্তব্য দিলেন ফেসবুক নির্বাহী। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয় অস্বীকার করে ভোট জালিয়াতির অভিযোগ করলেও, জাকারবার্গ নিজ বক্তব্যে মাধ্যমে তার বিপরীতে অবস্থান নিলেন। খবর সিএনবিসির।
তবে বিতর্ক ফেসবুকের পিছু ছাড়েনি, আর জাকারবার্গের মন্তব্যও স্বপ্রণোদিত নয়। ইতোপূর্বে বাইডেনের প্রচারণা শিবিরের কর্মকর্তারা অভিযোগ করেন, নির্বাচনী বিজ্ঞাপন ও ভুল তথ্য প্রচার বন্ধে ফেসবুকের ব্যর্থতায় গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। তারা এবিষয়ে সামাজিক গণমাধ্যমটির নিন্দাও করেন।
এসব সমালোচনার পরও আপাতত সিলিকন ভ্যালির সদর দপ্তরে স্বস্তির নিঃশ্বাস বইছে। ২০১৬ সালের মতো এবারের নির্বাচনে ফেসবুক ব্যবহার করে বিদেশি শক্তির জড়িত থাকার অভিযোগ না ওঠার কারণেই খুশির আমেজে আছেন সামাজিক যোগাযোগ জায়ান্টটির কর্মীরা।