মাহমুদউল্লাহকে দলে না নেওয়ার কারণ জানালেন রাজশাহীর কোচ
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। আক্রান্ত থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের শুরুতেও অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে যান মাহমুদউল্লাহ। প্রথম রাউন্ডে সাকিব আল হাসানকে দলে নেওয়া জেমকন খুলনা দ্বিতীয় রাউন্ডে মাহমুদউল্লাহকে দলে ভেড়ায়।
মাহমুদউল্লাহকে দলে নেওয়ার সুযোগ পেয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম রাউন্ডের চতুর্থ দল হিসেবে খেলোয়াড় ডাকার সুযোগ পায় দলটি। মাহমুদউল্লাহ অবিক্রিত থাকলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি রাজশাহী। করোনায় আক্রান্ত থাকার কারণেই অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে সংশয় ছিল বলে জানিয়েছেন রাজশাহীর প্রধান কোচ সারওয়ার ইমরান।
রাজশাহীর প্রথম পছন্দ ছিল সাকিব, দ্বিতীয় পছন্দ মুশফিকুর রহিম। এরপর যথাক্রমে তামিম ও মাহমুদউল্লাহর কথা ভেবেছে রাজশাহী। কিন্তু গত ৮ নভেম্বর মাহমুদউল্লাহর শরীরে করোনা সনাক্ত হওয়ায় তাকে নিয়ে দ্বিধায় ছিল দলটি। টুর্নামেন্ট শুরুর আগে মাহমুদউল্লাহ করোনামুক্ত না হলে সেটা দলের জন্য ক্ষতির হবে, এমন চিন্তা থেকেই তাকে দলে নেয়নি রাজশাহী।
বৃহস্পতিবার রাজশাহীর জার্সি উন্মোচন ও অধিনায়ক ঘোষণার অনুষ্ঠানে সারওয়ার ইমরান বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল 'এ' গ্রেডের ক্রিকেটার নেওয়ার। সাকিব আল হাসান এক নম্বর, মুশফিকুর রহিম দুই, তামিম ইকবাল তিন ও চার নম্বর পছন্দ ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহর করোনা ছিল এবং খেলা যে ২৪ তারিখ শুরু হবে তাও আমরা তখন জানতাম না। খেলা ২০-২২ তারিখে শুরু হওয়ার কথা ছিল। আর সে কবে সুস্থ হবে, এসবও জানতাম না।'
'আমরা যদি একজনকে দলে নিই আর সে যদি ৩০ তারিখের আগে খেলতে না পারে, আমাদের বিরাট একটা ক্ষতি হবে। সে জন্য আমরা বাংলাদেশ দলের নিয়মিত অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিলাম, সেই সাথে মেহেদীকে নিলাম। এদিক দিয়ে আমরা মনে হয় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি। যদিও মাহমুদউল্লাহ রিয়াদের কথা সবাই বলেছে। আমাদের পরিকল্পনা ছিল তাকে ডাকার। কিন্তু করোনার জন্য তাকে আমরা ডাকিনি।'
'এ' গ্রেডের কোনো ক্রিকেটারকে নিতে না পারলেও দল নিয়ে সন্তুষ্ট সারওয়ার ইমরান। দল গঠনের পরিকল্পনার ৭০ ভাগ পূরণ হয়েছে বলে মনে করেন স্থানীয় পৌঢ় এই কোচ, 'যে চিন্তা করেছি, তার শতভাগ পাইনি। আমার মনে হয় খেলোয়াড় দলে নেওয়ার দিক থেকে ৭০ ভাগের বেশি পরিকল্পনা পূরণ করতে পেরেছি। প্রিমিয়ার লিগে পারফর্ম করা বেশিরভাগ ক্রিকেটার আমরা নিয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি সন্তুষ্ট এই দল তৈরি করে।'