ব্লিংকেনই হচ্ছেন বাইডেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিনকেনকে নিয়োগ দিতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামীকাল মঙ্গলবারের মধ্যেই নতুন এ ঘোষণা আসতে পারে বলে বাইডেনের কয়েকটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে।
ওবামা প্রশাসনের আমলে উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ব্লিনকেন (৫৮) এবং বাইডেনের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
মার্কিন সিনেট নিশ্চিত করলে ব্লিনকেন মাইক পম্পেও'র স্থলাভিষিক্ত হবেন। দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে ব্লিনকেনের নিয়োগ ট্রাম্পের শাসনামলে এড়িয়ে চলা যুক্তরাষ্ট্রের চিরাচরিত মিত্রদের সহযোগিতা পুনরায় নিশ্চিত করতে পারে।
রয়টার্সের খবরে বলা হয়, অ্যান্টনি ব্লিংকেনকে মনোনয়নের বিষয়ে বাইডেনের ট্রানজিশন টিম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে জানতে ব্লিংকেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তবত করতে রাজি হননি।