সৌদিতে ন্যূনতম মজুরি কাঠামোর সুবিধা পাবেন বেসরকারি খাতের কর্মীরা
সৌদি আরবের কর্মসংস্থান বাজার পূর্ণ কর্মঘণ্টায় কর্মরত সকল কর্মীর বেতন-ভাতা বাড়তে চলেছে। দেশটিতে শ্রম পরিবেশ সংস্কারের উদ্যোগ হিসেবে এ পরিবর্তন আনা হয়। নতুন কাঠামোটি কার্যকর হওয়ার প্রসঙ্গে নিশ্চিত করেছে সৌদি মানব সম্পদ ও সমাজ কণ্যাণ মন্ত্রণালয়।
এর আওতায় পূর্ণসময় কাজ করা কর্মীর ক্ষেত্রে ন্যূনতম মজুরি ৩০০০ সৌদি রিয়াল (৬৭,৮৩৪ টাকা) থেকে বাড়িয়ে চার হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের আল-হাজানির উদ্ধৃতি দিয়ে মক্কার একটি সংবাদপত্র জানায়, যেসব কর্মী চার হাজার রিয়ালের কম বেতন পান, এখন থেকে তাদের 'অর্ধ-কালীন কর্মী' হিসেবে বিবেচনা করা হবে।
এসময় তার বরাত দিয়ে আরও জানানো হয়, দেশটির বেসরকারি খাতে বর্তমানে কর্মরতদের পাশাপাশি নতুনেরাও এ সুবিধা পাবেন। তবে এজন্য শর্ত হচ্ছে এসব কর্মীর মজুরি সামাজিক বিমার আওতায় নিবন্ধিত হতে হবে। শর্তটি পূরণ করা সকল শ্রেণির কর্মীর মজুরিই বাড়বে। এক্ষেত্রে পদ-বিবেচনায় কাউকে বঞ্চিত করা হবে না।
- সূত্র: আরব নিউজ