বিশ্বজয়ী ইমনের ব্যাটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড
অদম্য, অসাধারণ কিংবা অবিশ্বাস্য; কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। চোখ জুড়ানো, ভুবন ভোলানো ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন যেন এটাই মনে করিয়ে দিলেন, তিনি বিশ্বজয়ী যুব দলের অন্যতম সদস্য। বিশ্ব চ্যাম্পিয়নের মালা পরে গত ফেব্রুয়ারিতে দেশে ফেরা ইমনের ব্যাট হয়ে উঠলো খোলা তরবারি, আর নাম উঠে গেল বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ডের সবার ওপরে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ১০০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ফরচুন বরিশালের বাঁহাতি এই ব্যাটসম্যান। তাণ্ডব চালানো এই ইনিংস খেলার পথে ব্যাট হাতে বাংলাদেশের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন ম্যাচ সেরা ইমন। ৪২ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে গেছেন ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
এই ইনিংস খেলে নিজের দলের অধিনায়ক তামিম ইকবালকেই পেছনে ফেলেছেন ইমন। এতোদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। ২০১৯ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬১ বলে ১৪১ রানের হার না মানা ইনিংস খেলার পথে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম।
এই তালিকায় পরের দুটি স্থান নাজমুল হোসেন শান্তর। গত বছর বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে দুই নম্বরে নাম বসান তিনি। ইমনের ব্যাটিং শো-এর আগে মঙ্গলবার ৫২ বলে সেঞ্চুরি করে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হন রাজশাহীর অধিনায়ক। কিন্তু পরে ব্যাট হাতে নেমে সব রেকর্ড ওলট-পাল্ট করে দিলেন ইমন। শান্তর সেঞ্চুরি দুটি এখন তৃতীয় ও চতুর্থ দ্রুততম।
ইমনদের প্রতিপক্ষ হিসেবে আগে ব্যাটিং করে শান্ত চোখ ধাঁধানো ইনিংস খেলেন। ৫৫ বলে ৪টি চার ও ১১টি ছক্কায় ১০৯ রানের অসাধরণ এক ইনিংস খেলেন তিনি। কিন্তু বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা ইমনের ব্যাটে শান্তর কীর্তি ম্লান হয়ে গেল। শান্তর মতো ইমনও যে শট খেলেছেন, সেটাতেই রানের ফোয়ারা বয়ে গেছে। মাত্র ৪২ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০০ রানের মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন এই তরুণ তুর্কি।
ইমনের খুনে ব্যাটিংয়ের দিনে ফরচুন বরিশাল রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে। ২২১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বরিশাল। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। বিপিএলের সর্বশেষ আসরে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২০৫ রান তাড়া করে জিতেছিল খুলনা টাইগার্স। ওটাই ছিল সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
এই ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম ইকবালও তেড়েফুঁড়ে ব্যাটিং করেছেন। ম্যাচসেরা পারভেজ হোসেন ইমনের সঙ্গে ১১৭ রানের জুটি গড়ার পথে তামিম ৩৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করেন। এরআগে ১৫ বলে ২৭ রান করেন ওপেনার সাইফ হাসান। পরে ইমনের সঙ্গে ব্যাটিং করা আফিফ হোসেন ২৬ রানে অপরাজিত থাকেন। এই জয়ে প্লে অফ খেলার দৌড়ে টিকে রইলো বরিশাল। ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সবার শেষে আছে তামিমের দল।