কর্মকর্তা নেবে পিকেএসএফ
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন প্রকল্পে আট পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
পদগুলো হলো-
১। সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট (ফিশারিজ) : ১টি
২। সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট (হর্টিকালচার) : ১টি
৩। আইসিটি স্পেশালিস্ট : ১টি
৪। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট : ১টি
৫। কমিউনিকেশন, পাবলিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট : ১টি
৬। ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার : ১টি
৭। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার : ১টি
৮। জেন্ডার অ্যান্ড স্যোশাল ইনক্লুশন অফিসার : ১টি
পদগুলোতে আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।