জিরাফের অবিশ্বাস্য ছবি!
আমরা প্রায়ই প্রাণীদের এমন সব ছবি দেখি যা আমাদের একইসঙ্গে মুগ্ধ ও আমোদিত করে। ইনস্টাগ্রামে 'শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট' এর শেয়ার করা জোড়া জিরাফ এর ছবিগুলো দেখেও আপনার মনে একই অনুভূতি আসতে পারে। তবে তার চেয়েও বড় কথা হলো, এই ছবিগুলো হয়তো আপনাকে এদের সম্পর্কে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে।
শেলড্রিক ট্রাস্ট তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, "একটির চেয়ে বরং দুটি মাথা থাকাই ভালো! প্রকৃতি মাঝেমামাঝে আমাদের সামনে এমন সব দৃশ্যের অবতারণা করে যে আমরা দ্বিতীয়বার তাকাতে বাধ্য হই। কিন্তু সাভোর এই জিরাফজোড়া আমাদের এতটাই মুগ্ধ করেছে যে আমরা ট্রাক থামিয়ে তাদের দেখছিলাম। তারা অন্য অনেক সুন্দর বন্যপ্রাণীর মধ্যেই একটি যাদেরকে আমরা আমাদের ফিলড প্রজেক্ট এর মাধ্যমে রক্ষণাবেক্ষণ করি।"
এর পরবর্তী কয়েক লাইনে তারা বুঝিয়েছে যে জিরাফদের কেন সাহায্য দরকার। তারা আরও যোগ করে, "১৯৮০ সাল থেকে জিরাফদের সংখ্যা ৩০% কমে গেছে। আফ্রিকাতে মাত্র ১১১,০০০ জিরাফ টিকে আছে এখন। জিরাফের সংখ্যা কমে যাওয়ার পেছনে মানুষেরাই দায়ী। আবাসস্থল হারিয়ে ফেলা, অবৈধ শিকার এর বলি হওয়া ও মানুষ-প্রাণী দ্বন্দ্বে পড়ে তারা হারিয়ে গেছে। "
"আমরাই হয়ত এই সমস্যার জন্যে দায়ী কিন্তু আমরাই এর সমাধানের অংশও হতে পারি" লিখে সাথে একটি লিংক জুড়ে দিয়েছে এই সংগঠনটি, যেই লিংকে গেলে দেখা যাবে যে কিভাবে বন্যপ্রাণী রক্ষায় সকল জনগণ এগিয়ে আসতে পারে।
শেয়ার হবার পর থেকে এই পোস্টে ৩২০০০ লাইক পড়েছে এবং প্রচুর কমেন্টও এসেছে। ছবির প্রশংসা করা থেকে শুরু করে আরও অনেক রকম প্রশ্ন মানুষ করেছে সেখানে।
এক ব্যক্তি ছবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলায় সংগঠনটি তাকে প্রতিউত্তরে বলে, "এই ছবিগুলো একটি অসাধারণ জুটিকে দেখাচ্ছে!"
অন্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা "অসাধারণ ছবি", "পারফেক্ট ছবি", "মনোমুগ্ধকর, বন্যপ্রাণী রক্ষায় আপনাদের উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়" ইত্যাদি মন্তব্য করেছেন।
এখন বলুন আপনি কি ভাবছেন এই ছবিগুলো দেখে?