ট্রাম্পকে হঠাতে প্রতিনিধি পরিষদে বিল উত্থাপন ডেমোক্রেটদের
এক মেয়াদেই টানা দুইবার অভিশংসন উদ্যোগের মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার মেয়াদ পূর্ণ হবে, কিন্তু তার আগেই অভিসংশনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ডেমোক্রেট দল।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মন্ত্রীসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ট্রাম্পকে স্বেচ্ছায় সরানোর পদক্ষেপ না নিলে, তখন তাদের বাধ্য করার লক্ষ্য নিয়েছেন ডেমোক্রেট আইনপ্রণেতারা।
ডেমোক্রেটরা মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় ভাইস প্রেসিডেন্ট পেন্সের প্রতি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহবান জানানো বিলটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করে।
এই বিলের তাৎক্ষনিক ভোটাভুটিতে বাঁধা দেয় ট্রাম্পের রিপাবলিকান দল। তার প্রতিক্রিয়ায় ডেমোক্রেটরা গত বুধবার পার্লামেন্ট ভবন ক্যাপিটলের সহিংস হামলায় ট্রাম্পের ভূমিকার সমালোচনা করে 'বিদ্রোহে উস্কানি' দেওয়ার অভিযোগ এনে অভিশংসনের একটি অধ্যাদেশ কার্যকরের প্রস্তাব দেয়।
- সূত্র: এনডিটিভি