হোয়াইটে হাউজে একা ট্রাম্প, পাশে কেউ নেই!
আগেরবার অভিশংসনের প্রক্রিয়াকালীন সময়টুকুতে ট্রাম্পের মিত্ররা হোয়াইট হাউসের ভিতরে এবং বাইরে বিভিন্নভাবে তাকে সমর্থন করেছেন এবং অভিশংসিত না হবার ব্যাপারে যতখানি সাহায্য করা যায় সবই করেছিলেন।
কিন্তুই এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
আজ হোয়াইট হাউসে ট্রাম্প একাকী; দাঙ্গার ঘটনার পরপরই হোয়াইট হাউজের অনেকে পদত্যাগ করেছেন, যাদের ভেতরে ট্রাম্পের দীর্ঘসময়ের সহযোগী হোয়াইট হাউজের যোগাযোগ বিভাগের পরিচালক হোপ হিকস অন্যতম। আরেকটি সূত্র জানায়, "তিনি নিজেকে একেবারে ঘরে আবদ্ধ করে রেখেছেন। এখানে অবরুদ্ধ হয়ে আছেন, যা মোটেও ভাল কিছু না।"
সূত্রটি জানায়, "তিনি সম্পূর্ণ নিজের মত রয়েছেন, কথা বলার মতো কেউ পাশে নেই। এই অবস্থায় কম লোকই আছে মুখ বন্ধ রাখে। এখন টুইটারও রুদ্ধ তার জন্য। কেউ জানে কী হবে!"
যতখানি ক্ষমতা রয়ে গেছে সেটুকু কাজে লাগানোর দিকেই ট্রাম্পের এখন দৃষ্টি নিবদ্ধ – সেটা হল ক্ষমা। একাধিক সূত্র জাানচ্ছে, বর্তমান পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্যে এই বৃহস্পতিবারেই তার এই ক্ষমা ঘোষণার বিষয় সমানে চলে আসবে।
এদিকে নিউ ইংল্যান্ড প্যাট্রিওটস এর প্রধান কোচ বিল বেলিককে আগামীকাল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা প্রদানের কথাও ট্রাম্পের মাথায় আছে, একটি সূত্র উল্লেখ করেছে। তবে বেলিক মেডেলে গ্রহণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
আরেকটা প্রশ্ন সামনে এসেছে, ট্রাম্প কি নিজেকে এবং তার সন্তানদের ক্ষমা করবেন!
ট্রাম্পের ঘনিষ্ঠ একজনের মতে, বিক্ষোভের ঘটনার পর নিজেকে এবং সন্তানাদের ক্ষমা করা একটা বাজে চিন্তা, কিন্তু ট্রাম্প তার ক্ষমতার চর্চা চালিয়ে যেতে চান।
সূত্র: সিএনএন