শীতকালে মাকড়সারা কোথায় যায়?
উষ্ণ আবহাওয়ার দিনগুলোতে একটু এদিক ওদিক খুঁজলেই দেখা মিলবে মাকড়সার। মেঝে কিংবা ঘাসের চাদরে, সর্বত্র তাদের বিচরণ। কখনো বা স্নানের সঙ্গী হবে, আবার কখনো জুতা পায়ে দিতে গিয়ে দেখা মিলবে বিশ্রামরত অবস্থায়। ঘরের দেয়াল, বইয়ের শেলফ, ক্যাবিনেট কোথায় নেই তাদের সংসার? কিন্তু, তাপমাত্রা কমার সাথে দিনদিন কমতে থাকে মাকড়সার উপস্থিতি।
কেউ কেউ তাদের অনুপস্থিতিতে স্বস্তি বোধ করতে পারেন। কিন্তু শীতকাল আসলে মাকড়সারা কোথায় যায়? তবে কি শীত পর্যন্তই তাদের আয়ু? আর যদি বেঁচে থাকে তাহলে শীতের মাসগুলোতে টিকে থাকে কী করে? পেস্ট কন্ট্রোল বিশেষজ্ঞদের বক্তব্যে জানা গেলো মজার কিছু তথ্য।
শীতকালে মাকড়সাদের কী হয়?
এরলিক পেস্ট কন্ট্রোলের পতঙ্গবিজ্ঞানী মার্ক পোটজলার বলেন, "কিছু মাকড়সা হয়তো ঘরের ভেতরেই লুকিয়ে থাকবে। তবে সবাই এই সময়টা ঘরে থাকতে পছন্দ করে না,"
"অভিযোজনের কারণে মাকড়সারা শীতকালে টিকে থাকতে পারে। অনেকেই হিমাংকের চাইতেও কম তাপমাত্রায় বাঁচতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা কমানো হলে, মাকড়সারা তাদের টিস্যুতে 'এন্টিফ্রিজ' বা হিম প্রতিরোধক সৃষ্টি করতে পারে," বলেন তিনি।
"তাপমাত্রা কমতে থাকলে হিম প্রতিরোধক যৌগ থেকে মাকড়সার শরীর ক্রিস্টাল তৈরি করে। এই ক্রিস্টাল তাদের জমে যাওয়া থেকে রক্ষা করে। যতক্ষণ না মাকড়সার শরীরের উপর বরফ পড়ছে ততোক্ষণ অবধি তারা বেশ আরামেই ছুটির দিনগুলো কাটাবে।"
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির কিউরেটর এবং সহকারী অধ্যাপক ড. আকিতো কাওয়াহারা বলেন, "এটা আসলে মাকড়সার প্রজাতির উপর নির্ভর করে। অনেক মাকড়সা, যেমন বিগ ওরব ওয়েভার সাধারণত শরতের শেষে মারা যায়। শরতের আগেই তাদের প্রজননকাল থাকে।"
নারী মাকড়সা যে ডিম পাড়ে তা সাধারণত পুরো শীতেই টিকে থাকে, পরবর্তীতে বসন্ত আসলে সেগুলো থেকে নতুন মাকড়সার জন্ম হয়। "মাকড়সা ডিম পাড়লে তাদের রক্ষার জন্য এবং উষ্ণ রাখতে পুরো শীতকাল ডিমের থলির উপরেই কাটিয়ে দেয়," বলেন পোটজলার।
অনেক প্রজাতিই মাত্র এক বছর পর্যন্ত বাঁচে। তবে টারানটুলার মতো বড় প্রজাতির মাকড়সা এক দশকেরও বেশী সময় ধরে বেঁচে থাকে।
শীতকালে মাকড়সা কোথায় থাকে?
"তারা আসলে যেকোনো জায়গায় থাকতে পারে। তবে শীতের সময় পোকামাকড় শিকার করতে পারে এমন জায়গাই মাকড়সারা বেছে নেয়। সেটা পাথরের চাই, পাতার সারি কিংবা জঙ্গলও হতে পারে," বলেন পোটজলার।
একবার তারা আরামদায়ক স্থান খুঁজে পেলে এমন একটি অবস্থায় চলে যাবে যাকে বলা হয় ডায়াপোজ। এসময় তারা মূলত সুপ্ত অবস্থায় থাকে, তাদের শরীর স্থবির হয়ে পড়ে," বলেন অরকিন, এলএলসির টেকনিকাল সার্ভিস ম্যানেজার ড. বেন হোটেল।
"এটা আসলে হাইবারনেশন না, উষ্ণ দিনগুলোতে তারা চাইলেই খাবারের সন্ধানে বের হতে পারে,"
পোটজলার বলেন, " তবে ঘরের ভেতরেই তারা উষ্ণতা, আর্দ্রতা এবং খাবার পেয়ে গেলে সেখানেই থেকে যায়।"
শীতের পর মাকড়সা কখন ফিরে আসে?
"তাপমাত্রা বাড়তে থাকলেই মাকড়সারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে," বলেন পোটজলার।
"তাপমাত্রা যখন ৪০ ডিগ্রির কাছাকাছি হয়ে যায় মাকড়সা মূলত তখনই ফেরত আসে।" সাধারণত অন্যান্য পোকামাকড় যখন বেরিয়ে আসতে শুরু করে মাকড়সাও তখনই ফিরে। তাদের তো খেতে হবে অন্তত," বলেন বেন হোটেল।
অন্যান্য পোকামাকড়দের সংখ্যা বাড়তে দেয় না বলে মাকড়সা মানুষের ভাল বন্ধু। তবে তারা যদি একটু বেশিই বিরক্ত করে তবে বিদায় জানানোর ফন্দিগুলোও ইন্টারনেট ঘাটলেই পাওয়া যাবে।
- সূত্র: প্রিভেনশন.কম