টিকাদানের লক্ষ্যে জেএমআই থেকে তিন কোটি সিরিঞ্জ কিনছে সরকার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/01/21/covid-19_vaccines.jpg)
দ. কোরিয়ার সহযোগিতায় দেশে প্রতিষ্ঠিত চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা- জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লি. থেকে কোভিড-১৯ টিকাদানের জন্য তিন কোটি সিরিঞ্জ সংগ্রহ করবে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং ইপিআই লাইন ডিরেক্টর শামসুল হক জারিকৃত এক আদেশমূলক প্রজ্ঞাপন সূত্রে এতথ্য জানা যায়।
চুক্তি অনুসারে, পাঁচ কিস্তিতে সমগ্র চালান সরবরাহ করবে কোম্পানিটি। প্রথম পর্যায়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ৬৬ লাখ সিরিঞ্জ সরবরাহের আদেশ দেওয়া হয়েছে।
বাকি চালান পরবর্তী চার ধাপে আগামী ২০ জুনের মধ্যে সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট কিছু সূত্রমতে, সিরিঞ্জপ্রতি ৫.৪০ টাকা দরে এতে সরকারের মোট ব্যয় হবে ১৭ কোটি ৮২ লাখ টাকা।