টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচের সিরিজ, তবে দ্বিতীয় ওয়ানডে দিয়েই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দারুণ জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে টসভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে তামিম ইকবালের দল। ম্যাচটি বেলা সাড়ে ১১টায় শুরু হবে।
আজকের ম্যাচে জিতলে ক্যারিবীয়দের বিপক্ষে টানা তৃতীয় ও সব মিলিয়ে পঞ্চম ওয়ানডে সিরিজ জয় হবে বাংলাদেশের। ২০০৯ সালে প্রথমবারের মতো তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর ঘরের মাটিতে ২০১২ সালে একটি এবং ২০১৮ সালে দুটি ওয়ানডে সিরিজ জেতেন তামিম-মুশফিকরা।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের একাদশে একটি পরিবর্তন এসেছে। জায়গা হারিয়েছেন চেমার হোল্ডার। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন কেজর্ন ওটলি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
একাদশে জায়গা হয়নি যাদের: মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, জাহার হ্যামিল্টন, রেমন রেফার, আলজারি জোসেফ ও কেজর্ন ওটলি।
একাদশে জায়গা হয়নি যাদের: আকেল হোসেইন, চেমার হোল্ডার, রোমারিও শেফার্ড ও হেডেন ওয়ালশ জুনিয়র।