সিরিজ জিততে বাংলাদেশের সামনে ছোট লক্ষ্য
অনায়াস জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে দিয়ে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই শুক্রবার মাঠে নেমেছে তামিম ইকবালের দল। লক্ষ্যের প্রথম ধাপে বাংলাদেশকেই রাজত্ব করতে দেখা গেল। দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে দাপট দেখালেন মিরাজ, সাকিব, মুস্তাফিজরা। তাতে লক্ষ্য নাগালেই থেকে গেল বাংলাদেশের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার ধুঁকতে দেখা গেল। মিরাজ, সাকিবদের বোলিং তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে গেছে ক্যারিবীয়রা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও সফরকারীদের কোনো ব্যাটসম্যান ৫০ পেরোতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে এটা তাদের তৃতীয় সর্বনিম্ম দলীয় সংগ্রহ।
অতি সাবধানি শুরু করেও উদ্বোধনী জুটিতে ভালো কিছু করতে পারেননি সুনীল আমব্রিস ও কেয়র্ন ওটলি। দলীয় ১০ রানেই আমব্রিসকে সাজঘর দেখিয়ে দেন আগের ম্যাচে প্রথম দুই উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান। ওটলি অনেকক্ষণ উইকেটে থেকেও ইনিংস বড় করতে পারেননি। ২৪ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।
কিছুক্ষণ পর মিরাজের আরও একটি আঘাত। এবার তার শিকার জশুয়া ডা সিলভা। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যখন মাঝ দরিয়ায়, তখন স্পিন ভেল্কি নিয়ে হাজির সাকিব। প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার ফিরিয়ে দেন আন্দ্রে ম্যাকার্থিকে।
দলের দুঃসময়ে হাল ধরার চেষ্টা করে কাইল মেয়ার্সও কিছু করতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় তাকে। শেষের দিকে গিয়ে কিছুটা লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এনক্রুমাহ বোনার ২০ রান করেন। ১৭ রান করেন আলজারি জোসেফ। দীর্ঘক্ষণ উইকেটে থেকে ৬৬ বলে ২টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল।
দারুণ বোলিং করা মিরাজ ২৫ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন। ছন্দ ফিরে পাওয়া সাকিব ৩০ রানে নেন ২ উইকেট। মুস্তাফিজের শিকারও ২ উইকেট। ৭.৫ ওভারে তার খরচা মাত্র ১৫ রান। একটি উইকেট নেন আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ। আগের ম্যাচের মতো এই ম্যাচেও উইকেটশূন্য থেকে গেছেন রুবেল হোসেন।