নুসরাত হত্যার রায়ে অ্যাটর্নি জেনারেলের সন্তোষ প্রকাশ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এ রায়কে একটি মাইলফলক বলে বর্ণনা করেন তিনি।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনালে আজ সকালে ১৬ জন আসামির ফাঁসির রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নুসরাত যে মাদ্রাসায় পড়তেন তার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা। তিনিই মূল অভিযুক্ত।
মামলার রায় সম্পর্কে তাঁর অভিমত হল, রায়ে গৃহীত সিদ্ধান্ত ন্যায়সঙ্গত।
তবে চূড়ান্ত ফয়সালা উচ্চ আদালতে হবে জানিয়ে তিনি মন্তব্য করেন, ‘আদালতই সিদ্ধান্ত নেবেন কেউ ফাঁসির আদেশ এড়াতে পারেন কি না।’
রাষ্ট্রের সর্বোচ্চ আইন বিষয়ক এই কর্মকর্তা আরও জানান, ‘ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট, দ্রুততার সঙ্গে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়েছে বলে।’