ওয়ার্নার ব্রোসের সঙ্গে আর কাজ করবেন না নোলান!
হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের (ডব্লিউবি) সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্কের সম্ভবত ইতি টানতে যাচ্ছেন প্রখ্যাত ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্রকার ক্রিস্টোফার নোলান।
২০০২ সালের ফিচার ফিল্ম 'ইনসোমনিয়া'র মাধ্যমে নোলান-ওয়ার্নার ব্রোস জুটির একসঙ্গে পথ চলা শুরু। এরপর থেকে এই চলচ্চিত্রকারের সব চলচ্চিত্রের দেশীয় ও আন্তর্জাতিক বিপণন সামলাচ্ছে ওয়ার্নার ব্রোস। 'ইনসেপশন', 'ইন্টারস্টেলার', 'ডানকার্ক' ও 'দ্য ডার্ক নাইট' ট্রিলজির মতো কাজগুলোও একসঙ্গে করেছে এই নির্মাতা-প্রযোজনা সংস্থা জুটি।
অবশ্য নোলানের সর্বশেষ চলচ্চিত্র 'টেনেট' নিয়ে পরস্পর উত্তাপ বাড়তে থাকে। কোভিড-১৯ মহামারির মধ্যেই গত বছর সিনেমা-হলে মুক্তি পায় সায়েন্স ফিকশন থ্রিলারটি; তবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।
'টেনেট' যখন যুক্তরাষ্ট্রে দেখানো হচ্ছিল, ওয়ার্নার ব্রোস সে সময়ে ঘোষণা দেয়, চলচ্চিত্রটি ২০২১ সালে সিনেমা-হল ও অনলাইনে মুক্তি দেওয়ার পরিকল্পনা তাদের।
এ রকম ঘোষণায় খ্যাতিমান নির্মাতা নোলান ক্ষুব্ধ হন। গত ডিসেম্বরে হলিউড রিপোর্টার্সকে তিনি বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রির কিছু বড় বড় চলচ্চিত্রকার ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা অভিনেতা রাতের ঘুমে সবচেয়ে বড় ফিল্ম স্টুডিওর সঙ্গে কাজ করার খোয়াব দেখেন। আর ঘুম ভাঙার পর নিজেদের খুঁজে পান সবচেয়ে বাজে স্ট্রিমিং সার্ভিসে।'
দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এ সপ্তাহে প্রকাশিত এক নতুন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওয়ার্নার ব্রোসের নতুন কৌশল পছন্দ না হওয়ায় নোলান 'সম্ভবত' ওই স্টুডিওর সঙ্গে আর কাজ করবেন না। প্রতিবেদনটিতে অবশ্য নোলানের উদ্ধৃতি সরাসরি উল্লেখ করা হয়নি।
বলে রাখা ভালো, নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর উত্থানে হলিউড স্টুডিওগুলো নিজেদের ব্যবসা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।
- সূত্র: দ্য ন্যাশনাল