ট্রাম্পের অভিশংসন: দোষী সাব্যস্তের আহবান ডেমোক্র্যাটদের
অভিশংসন আদালতে তৃতীয় দিনে ট্রাম্পের অপরাধ প্রমাণের জন্য ডেমোক্র্যাটরা আবারও যুক্তি উপস্থাপন করে বললেন,৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গায় ট্রাম্প উসকানি দিয়েছিলেন এবং তাকে দোষী সাব্যস্ত না করা হলে 'এ রকম ঘটনা আবারও ঘটতে পারে'।
বৃহস্পতিবার ডেমোক্র্যাট অভিশংসন ম্যানেজাররা ট্রাম্পের সহিংসতার সাথে সংযুক্তি প্রমাণ করতে দাঙ্গাকারীদের নিজেদের বিভিন্ন বক্তব্যই তুলে ধরে।
তারা নিজেদের সপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য পুলিশ, ক্যাপিটলের কর্মী, গোয়েন্দা কর্মকর্তা এবং বিদেশী গণমাধ্যমের বিভিন্ন বক্তব্য ও উপাত্ত প্রদর্শন করে।
শুক্রবার এসব অভিযোগ খণ্ডনের জন্য ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য শুরু হবে । তারাও পাবেন দুই দিনে ১৬ ঘণ্টা সময়।
ট্রাম্পের নির্দেশনায় কীভাবে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়েছে, তা বিভিন্ন ভিডিওচিত্রের মাধ্যমে অভিশংসন আদালতে উপস্থাপন করা হয়েছে।
এসব ভিডিও ফুটেজ নিরীক্ষণ শেষে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিশংসন আদালতে বলা হয়, সেদিন ক্যাপিটল হিলে হামলা ও জনবিদ্রোহ ট্রাম্পের নির্দেশেই হয়েছে।
ট্রাম্পের আইনজীবিরা বারবার যুক্তি দিয়ে আসছিলেন যে, নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে দেয়া বক্তব্যের মাধ্যমে ট্রাম্প মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার প্রয়োগ করেছেন কেবল।
এ বিচারে ট্রাম্পকে শাস্তি দিতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে। এখন পর্যন্ত সিনেটে শাস্তি এড়াতে ট্রাম্পের যথেষ্ট সমর্থন আছে বলেই মনে হচ্ছে।
গত নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ট্রাম্প যে বক্তব্য দেন তারই সমর্থনে ৬ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনের বাইরে হাজার হাজার উন্মত্ত ট্রাম্প সমর্থক জড়ো হয়। সেদিনের সে সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
ডেমোক্র্যাটদের বক্তব্য
বৃহস্পতিবার শেষ দিনের যুক্তি তুলে ধরতে গিয়ে সিনেটরদের প্রতি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার আহবান জানানো হয়। তারা বলেন, ডোনাল্ড ট্রাম্প সম্পদ, মানুষ এবং গণতন্ত্রের ক্ষতি সাধন করেছেন।
কংগ্রেস সদস্য টেড লিউ বলেন, "অভিশংসন, দোষী সাব্যস্ত এবং প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি কেবল ট্রাম্পের অতীত কৃতকর্মের ফলাফল নয়, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিরাপত্তাকেও নির্দেশ করছে"। নিজের কৃতকর্মের প্রতি ট্রাম্প কোন অনুশোচনা প্রকাশ করেননি সেটিও উল্লেখ করেন টেড।
অন্যতম কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করা কংগ্রেসম্যান জো নেগাস বলেন, "এই বিচারের মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কোন কর্মকর্তা বা কোন প্রেসিডেন্ট যেন একই ঘটনার পুনরাবৃত্তি না করে।"
তিনি আরও বলেন, 'ট্রাম্প সাধারণ কেউ নন', তিনি যখন তার সমর্থকদের নিজের বক্তব্যের মাধ্যমে সহিংসতার জন্য উসকে দিচ্ছিলেন, তখন তিনি দেশের প্রেসিডেন্টের আসনে অধিষ্ঠিত ছিলেন।
ডেমোক্র্যাটরা কিছু ভিডিও আদালতে উপস্থাপন করে যেখানে, দাঙ্গাকারীদের প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছে, এমন বিশ্বাস করেই রাজধানীতে জড়ো হওয়ার কথা বলতে শোনা যায়।
হাউস ম্যানেজার ডেভিড সিসিলিন "কংগ্রেস এবং গণতান্ত্রিক প্রক্রিয়া" এর ক্ষতির চিত্র তুলে ধরার জন্য ভিডিও এবং নথি উপস্থাপন করেন আদালতে।
সেখানে দেখা যায়, কয়েকজন হামলাকারী ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে হত্যার পরিকল্পনা করছিল ।
- সূত্রঃ বিবিসি