সিকদার গ্রুপের এমডি রন হক ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার
ঢাকায় নেমেই গ্রেপ্তার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন তিনি।
একটি হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ তথ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
গ্রেপ্তারের পর রন হক শিকদারকে আদালতে পাঠিয়েছে ডিবি। জানা গেছে, দুপুর আড়াইটা থেকে তিনটায় সিএমএম কোর্টে তোলা হবে তাকে।
এর আগে, গত বছরের মে মাসে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার বিবরণীতে জানা যায়, ঘটনাটি ৭ মে'র। এক্সিম ব্যাংক মামলা করেছে ১৯ মে। ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে ঘটনার সূত্রপাত। ওই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল সেদিন।
ওই সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন রন হক সিকদার ও দিপু হক সিকদার।
গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম সে সময় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছিলেন, 'এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়ার পক্ষে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
মামলা দায়েরের পর থেকে দুই ভাই পলাতক ছিলেন।