মায়ানগরীতে স্বপ্নের বেড়াজালে আটক পাঁচ বেগমের গল্প, প্রথমবার ওয়েব সিরিজে পূজা ভাট
মুক্তি পেল নেটফ্লিক্সে আসন্ন সিরিজ 'বম্বে বেগমস'-এর ট্রেলার, যেখানে কেন্দ্রীর চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী পূজা ভাট। 'সড়ক ২'-এ পূজা ভাটের উপস্থিতি ছিল নামমাত্র, তাই এই সিরিজের মাধ্যমেই বহু বছর পর ফের অভিনয় জগতে ফিরছেন তিনি।
সমাজের বিভিন্ন স্তরের নারীদের গল্প পর্দায় তুলে ধরবেন পাঁচ রমনী- পূজা ভাট, সাহানা গোস্বামী, আমরুতা সুভাষ, প্লবিতা বোরঠাকুর ও আধ্যা আনন্দ। পাঁচ নারীই মায়ানগরীতে নিজের শর্তে বাঁচতে চান, তবে এই সামান্য চাওয়ার পথেও অনেক বাধা।
পূজা ভাটকে ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে এখানে। অন্যদিকে, আমরুতাকে বার ডান্সারের ভূমিকায় দেখা যাবে, যে সারা জীবন নিজের আত্মসম্মান খুঁজে চলেছে। করপোরেট জগতে সাফল্যের সিঁড়ি চড়তে চায় সাহানা আচমকাই প্রেগন্যান্ট হয়ে পড়লে পালটে যায় তার জীবনের হিসেবনিকেশ। এরপর এক সড়ক দুর্ঘটনার জেরে পাঁচজন একে অপরের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে।
নেটফ্লিক্সের তরফে এই সিরিজ সম্পর্কে বলা হয়েছে, 'পাঁচজন নারী, পাঁচ আলাদা জগতের, পাঁচ আলাদা দৃষ্টিভঙ্গির মানুষ। পাঁচ বেগম তাদের জীবনের উচ্চতার সিঁড়িতে চড়তে গিয়ে নানা অপ্রীতিকর হুমকির সম্মুখীন হবেন। প্রত্যেক আলাদা ব্যক্তিত্বের লড়াই এবং জয় উঠে আসবে ছবি গল্পে! গল্পের মধ্যে উঠে আসবে ভারতীর নারীদের সঙ্গে হয়ে চলা প্রাসঙ্গিক ও অপ্রীতিকর পরিস্থিতির কথা। মুম্বাই স্বপ্নের শহরে পাঁচ নারীর জীবনে দেখা যাবে প্রেম-সম্পর্ক-ক্যারিয়ারের জন্য সামাজের নানা প্রতিবন্ধকতাকে ভাঙছেন তারা।'
সিরিজটি লেখা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন 'বস লেডি' অলঙ্কৃতা শ্রীবাস্তব। এর আগে তিনি 'লিপস্টিক আন্ডার মাই বোরখা', 'ডলি' এবং 'কিট্টি অর ওহ চামাকতে সিতারে'র মতো নারীকেন্দ্রিক প্রজেক্ট ডিরেক্ট করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অলঙ্কৃতা জানিয়েছেন, 'বম্বে বেগমস' ভারতীয় নারীদের নিয়ে গল্প। তিনি মনে করেন ভারতের নারী, এমনকি বিশ্বের নারীরা এই গল্পের সঙ্গে মিল পেতে পারেন। এই সিরিজ কাজ এবং ক্যারিয়ার নিয়ে উচাকাঙ্ক্ষী ভারতীয় নারীদের লড়াই এবং সফলতাকে ঘিরে গল্প। তাদের প্রতিদিনের লড়াই এবং অনেকক্ষেত্রে স্বপ্নকে সমাধিস্ত করার কাহিনি উঠে আসবে পর্দায়।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাবে এই সিরিজ।