কোভিড টিকা নিলেন ২ লাখ ২৬ হাজার নাগরিক
জাতীয়ভাবে কোভিড-১৯ প্রতিরোধী টিকাদানের ১১তম দিনে ২ লাখ ২৬ হাজার জন সারাদেশে টিকা নিয়েছেন। ফলে গত ৭ ফেব্রুয়ারি থেকে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৮৬,৩৮৬ জনে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) শুধু রাজধানীতেই ৭০,০২৫ জন টিকা নিয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
এছাড়া, সারাদেশে টিকার প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা যথাক্রমে; ১,৪৫,২০৩ এবং ৮১,৫৫২ জন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় কোভিড টিকাদান কর্মসূচি সারাদেশের ১,০০৫টি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সাপ্তাহিক ছুটি বাদে বাকি দিনগুলোতে স্বাস্থ্য কর্মীদের ২৪শ' টিম সকাল ৮টা থেকে বেলা ২.৩০ মিনিট পর্যন্ত সাধারণ নাগরিকদের টিকার প্রথম ডোজের ইঞ্জেকশন দিচ্ছেন।