ভাষা শহীদদের প্রতি মাশরাফি-সাকিবদের অতল শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি, ১৯৫২। ৬৯ বছর আগে আজকের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবদুল বরকতরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের দামে এসেছিল বাংলা ভাষার স্বীকৃতি। বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠতম দিন ফিরে এসে আবার। এমন দিনে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'অ, আ, ক, খ; এই শব্দগুলোর জন্য যারা বাংলায় ইতিহাস রচনা করেছেন, আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। শুধু ফুল দিয়েই নয়, সত্যিকারভাবে বুকে ধারণ করতে পারলে হবে প্রকৃত সার্থকতা।'
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, 'সবারই রয়েছে তার মাতৃভাষায় কথা বলার অধিকার। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে নেমে এসেছিলেন রাজপথে। স্মরণ করছি সকল ভাষা সৈনিককে, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।'
অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, 'সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া। যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, 'যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।' ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'
বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার তার শ্রদ্ধাঞ্জলিতে লিখেছেন, 'ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। সেই সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা শত্রুর তাজা বুলেটকে উপেক্ষা করে আমাদের জন্য ছিনিয়ে নিয়ে এসেছেন এই প্রাণের ভাষাকে, এই বাংলা ভাষাকে '
শ্রদ্ধা জ্ঞাপন করে ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, 'বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের কারণে আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।' লিটন কুমার দাস লিখেছেন, 'অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ১৯৫২ সালের সকল ভাষা শহীদের প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।