বাতাসের মানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা
সবচেয়ে দূষিত বাতাসের দিক থেকে বিশ্ব তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অতি-ঘন বসতির বাংলাদেশের রাজধানী ঢাকা।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এ তালিকায় আবারও প্রথম স্থানের নেতিবাচক স্বীকৃতিটি পেলো ঢাকা। দ্বিতীয় হয় চীনের বেইজিং মহানগর এবং তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে; নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের রাজধানী নয়াদিল্লি।
শুক্রবার দুপুর ২টা নাগাদ ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৩৭ রেকর্ড করা হয়, যা ছিল 'খুবই অস্বাস্থ্যকর' মানের বাতাসের নির্দেশক।
একিউআই ২০১ থেকে ৩০০ মধ্যে থাকলে কোনো স্থানের বাতাসের মান খুবই বাজে বলে ধরা হয়। অন্যদিকে, ৩০১ থেকে ৪০০ হলে তাকে 'বিপজ্জনক' এবং ওই শহরবাসীর জনস্বাস্থ্যের জন্যে গুরুতর ঝুঁকি বলে চিহ্নিত করা হয়।
দৈনিক বাতাসের মান নির্দেশক সারণী হচ্ছে একিউআই, এর সাহায্যে সরকারি সংস্থাগুলো নাগরিকদের কোনো শহরের বাতাস কতোটা বিশুদ্ধ বা দূষিত- সে সম্পর্কে জানাতে পারে। বাতাস দূষিত হলে তার স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কেও নাগরিকদের এর মাধ্যমে সতর্ক করা যায়।
বাংলাদেশে দূষণের পাঁচটি কারণ- ক্ষুদ্র দূষণ কণা (পিএম ১০ ও পিএম ২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজন (ও৩)- একিউআই নির্ধারণে ব্যবহৃত হয়।
প্রায় গ্রীষ্ম-মণ্ডলীয় মৌসুমি বৃষ্টিপাত প্রভাবিত জলবায়ু বাংলাদেশের। উচ্চ তাপমাত্রা এবং আদ্রতা এর প্রধান দুই বৈশিষ্ট্য, তাই মধ্য- জুন থেকে মৌসুমি বৃষ্টি শুরু হলে ঢাকার বাতাসও তুলনামূলক বিশুদ্ধ হতে থাকে। জুন থেকে অক্টোবর পর্যন্ত সহনশীল মাত্রাতেই থাকে বাতাসের মান। আর শীতকালে ধুলিকণার দৌরাত্মে চরম আকার ধারণ করে দূষণ।
এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন স্বীকার করেন যে, "রাজধানীতে দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে।"