আইরিশদের অল্প রানে আটকে দাপুটে শুরু সাইফদের
প্রথমে বল, পরে ব্যাট হাতে; একমাত্র চারদিনের ম্যাচের প্রথম দিনের পুরোটা সময় নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। আয়ারল্যান্ড ওলভস (এ দল) কেবল স্বাগতিকদের শাসনই হজম করে গেছে। আগে ব্যাটিং করতে নেমে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বোলিং তোপে ১৫১ রানেই শেষ হয়ে গেছে আইরিশদের প্রথম ইনিংস।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ব্যাট হাতেও দাপুটে শুরু করেছে সাইফ হাসানের দল। ২৩ ওভারে ১ উইকেটে ৮১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। উইকেটে আছেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। সাইফ ২২ ও জয় ১৮ রানে অপরাজিত আছেন।
আয়ারল্যান্ড ওলভসের প্রথম ইনিংসের জবাবে ব্যাটিং করতে নেমে দলকে ভালোই শুরু এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন তারা। ওয়ানডে স্টাইলে খেলা তামিম ৩৯ বলে ৮টি চারে ৪১ রান করে আউট হন। এরপর দলের হাল ধরে দিনের বাকিটা সময় পার করেন সাইফ-জয়।
এরআগে ব্যাটিংয়ে নামা আইরিশরা পুরো ইনিংস ধরে ধুঁকেছে। ৩৪ রানে প্রথম উইকেট হারানো ওলভস নিয়মিত ধারায় উইকেট হারিয়ে গেছে। জেমস ম্যাককলাম ১৯, জেরেমি ললোর ১৩, স্টিফেন ডোহেনি ১৪ রান করেন। এরপর মাঝে কার্টিস ক্যাম্পার ও লরক্যান টাকারই যা লড়াই করেছেন।
ক্যাম্পার সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। টাকার করেন ২০ রান। শেষের দিকে পিটার চেস ১৪ রান করেন। ৫৫ রান খরচায় তানভীরের শিকার ৫ উইকেট। এ ছাড়া এবাদত হোসেন ও সাইফ হাসান ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পান খালেদ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ওলভস প্রথম ইনিংস: ৬৭ ওভারে ১৫১ (ম্যাককলাম ১৯, ললোর ১৩, ডোহেনি ১৪, টেক্টর ০, ক্যাম্পার ৩৮, টাকার ২০, অ্যাডায়ার ৯, ডেলানি ৫, হুমে ১০, গার্থ ০, চেস ১৪*; খালেদ ১/২০, এবাদত ২/৩২, তানভীর ৫/৫৫, সাইফ ২/১৫)।
বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস: ২৩ ওভারে ৮১/১ (সাইফ ২২*, তানজিদ ৪১, জয় ১৮*; অ্যাডায়ার টেক্টর ১/২৪, চেস ০/৯)।