মুজিব বর্ষের শীর্ষ করদাতা হলেন কাউছ মিয়া
হাকিমপুরি জর্দার স্বত্বাধিকারী কাউছ মিয়াকে মুজিব বর্ষের সেরা করদাতা হিসেবে ঘোষণা করেছে সরকার।
আজ সোমবার (১ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক বিবৃতিযুক্ত প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে।
গত কয়েক বছর ধরেই ব্যবসায়ী হিসেবে দেশের শীর্ষ করদাতার অবস্থান ধরে রেখেছেন কাউছ মিয়া। এবার তিনি মুজিব বর্ষে শীর্ষ একক করদাতা স্বীকৃতির সম্মাননা পেলেন।
১৯৫০ সালে চাঁদপুরে একটি মুদির দোকানের মাধ্যমে ব্যবসা জগতে পা রাখেন এ উদ্যোক্তা। প্রথম কর দেন ১৯৫৮ সালে এবং তারপর থেকে নিয়মিত কর পরিশোধ করে আসছেন। এমনকি একবার পাকিস্তান আমলেও সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন তিনি।
ধীরে ধীরে তার ব্যবসার পরিধি আরও বাড়তে থাকে। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশে ১৬টি ব্রান্ডের সিগারেট, বিস্কুট এবং সাবানের মতো পণ্যের প্রধান পরিবেশক।
১৯৭০ সালে তিনি নারায়ণগঞ্জে এসে সেখানে নিজের তামাক পণ্যের ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি ৪০ থেকে ৪৫ ধরনের ব্যবসা পরিচালনা করছেন।