মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে আইপিএলের রাজস্থান রয়্যালস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের নাম জানে না, এমন ক্রিকেটভক্ত নেই। আইপিএলের এই দলটির প্রতি এবার বিশেষ নজর থাকতে পারে বাংলাদেশি ভক্তদের। ১ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের লড়াই দিয়ে দৃষ্টি কাড়ার আগেই বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় তারা।
বৃহস্পতিবার হঠাৎ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছে দলটি। এদিন দুপুরে মিরপুর স্টেডিয়ামের মাঠ ও অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েক কর্মকর্তা।
স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এই পরিদর্শন? এই প্রশ্নের উত্তর খোঁজ করতে গিয়ে আপাতত বিস্তারিত কিছু জানা যায়নি। শোনা গেছে, মিরপুর স্টেডিয়ামে অনুশীলন ব্যবস্থা কেমন, তা দেখতে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা।
রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রণজিৎ বারঠাকুর পরে পরিদর্শনের কারণ জানিয়েছেন। তিনি বলেন, 'আমি বাংলাদেশ ক্রিকেটকে সবসময়ই সমর্থন দিয়ে গেছি। ১৯৮৭ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে আমি যুক্ত ছিলাম, স্পন্সর করেছি। আবারও বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি। দ্বিতীয়ত আমি এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কীভাবে বাংলাদেশের জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে কোলাবরেশন করতে পারি এবং কীভাবে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি।'
পাশাপাশি বাংলাদেশে একটি একাডেমি করার ইচ্ছাও আছে রাজস্থান রয়্যালসের। রণজিৎ বারঠাকুর বলেন, 'বাংলাদেশে আমরা একটি একাডেমি করতে চাই। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো ভাবনার মধ্যে আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদগ্রীব হয়ে আছি।'
রাজস্থানের হয়ে মুস্তাফিজের খেলার ব্যাপারেও আশাবাদী আসামের এই ব্যবসায়ী। তবে দেশের খেলাকে আগে প্রাধান্য দেওয়ার পক্ষে তিনি, 'আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ব বোধ করি। আমরা মুস্তাফিজকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে। যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।'
মিরপুর স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস অনুশীলন করতে পারে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, 'কোভিডের কারণে এবার সেটা সম্ভব নয়। এই মাঠটা অসাধারণ, সুযোগ-সুবিধাও চমৎকার। এমন দ্বিতীয়টি নেই সত্যি বলতে। আন্তর্জাতিক ক্রিকেটাররা এখানে এসে অনুশীলন করতে পারে। তবে করোনাকাল খুব কঠিন। না হলে অবশ্যই আমরা বিষয়টি বিবেচনায় রাখতাম।'
আইপিএলের দলের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের ঘটনা এটাই প্রথম নয়। এরআগে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা পরিদর্শন করেছিলেন মিরপুর স্টেডিয়াম। যদিও সেটা পরিদর্শন পর্যন্তই ছিল। পরে কলকাতার পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি।