৪১তম বিসিএস প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০ টা থেকে সকাল ১২টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগীয় শহরের ৩৫১ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার্থীদের সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ৯ টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।
পিএসসিরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ড বা কোনো প্রকার ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এসব পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।