১০০ বিলিয়ন ডলার ক্লাবে এবার ওয়ারেন বাফেট
ইলন মাস্ক, জেফ বেজোস আর বিল গেটসের সাথে এবার যোগ দিলেন ওয়ারেন বাফেট। এদের প্রত্যেকেই 'এক্সক্লুসিভ' ১০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্য!
নব্বই পেরোনো বাফেট বিনিয়োগকারী সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান। এ বছর সংস্থাটির শেয়ার একের পর এক রেকর্ড ভেঙেছে। বুধবার এর নেটমূল্য প্রথমবারের মত ১০০ বিলিয়ন ডলারের ওপরে উঠে যায়।
তবে বিশ্বের সফলতম বিনিয়োগকারী বাফেট তার কোটি কোটি সম্পদ দাতব্য প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন।
কয়েক দশক ধরে বিশ্বের শীর্ষ সম্পদশালীদের কাতারে নাম থাকলেও বাফেটের ব্যক্তিগত সম্পদ কিন্তু এখনো ১০০ বিলিয়ন ছোঁয়নি।
এর পেছনে একটি কারণ হলো তার অঢেল অনুদান- ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত তিনি বার্কশায়ার হ্যাথাওয়ে স্টকের ৩৭ বিলিয়ন ডলারের বেশি দান করেছেন।
উল্লেখ্য, বিলিয়নিয়ারদের সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য গৃহীত ক্যাম্পেইন 'গিভিং প্লেজ'র সহ-প্রতিষ্ঠাতা বাফেট।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটও এই ক্যাম্পেইনে নিজের নাম লিখিয়েছেন। গত বছর মাত্র চার মাসে নিজের শেয়ারের ৪ বিলিয়ন ডলার দান করেন ম্যাকেনজি।
বাফেটের মোট অর্থের পুরোটাই আসে ৬০০ বিলিয়ন ডলারের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়েতে তার ছয়ভাগের এক ভাগ মালিকানা থেকে।
ওমাহাতে অবস্থিত কোম্পানিটি অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানির বড় অংশীদার, মহামারীকালীন সময়েও যাদের শেয়ারের গতি ছিল উর্ধ্বমুখী।
১৯৬৫ সালে ওয়ারেন বাফেট নিয়ন্ত্রণ নেয়ার আগ পর্যন্ত বার্কশায়ার হ্যাথাওয়ে একটি ব্যর্থ টেক্সটাইল কোম্পানি ছিল। অথচ বর্তমানে এর অধীনে ৯০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে বাফেট ঢুকলেও ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারস তালিকা মতে, ক্লাব থেকে বেরিয়ে যেতে হয়েছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে।
- সূত্রঃ বিবিসি