এক ম্যাচ কম খেলেই দেশে ফিরবে আইরিশরা
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা আয়ারল্যান্ড উলভসের (আয়ারল্যান্ড 'এ')। কিন্তু হঠাৎ-ই সূচিতে পরিবর্তন এসেছে। একটি টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরে যাবে আইরিশদের তরুণ দলটি।
ক্রিকেট আয়ারল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে। এক ম্যাচ কম খেলার কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওর্থ।
দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিন এড়াতে সূচিতে পরিবর্তন এনেছে আইরিশরা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচ দূটি আগামী ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হচ্ছে না, প্রথম ম্যাচটিও একদিন এগিয়ে আনা হয়েছে। মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওর্থ বলেছেন, 'এটা দুর্ভাগ্যের যে একটি টি-টোয়েন্টি ছাড় দিতে হচ্ছে আমাদের। ক্যাটাগরি-২ 'লাল তালিকা' হয়ে যেসব যাত্রীরা দেশে ফিরবে, তাদের জন্য কোয়ারেন্টিন বিধির মাত্রা বাড়িয়েছে আইরিশ কর্তৃপক্ষ। দেশে ফিরে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।'
'আমাদের ফিরতি যাত্রা সংযুক্ত আরব আমিরাত হয়ে। কাজেই আমাদের স্কোয়াডকেও এই নিয়মের আওতায় পড়তে হবে, সেটা ওখানে বিরতি দিয়ে হোক বা শুধু ট্রানজিট হয়ে। এ জন্য আমাদের আমাদের ফেরার পথ বদলাতে হবে, লাল তালিকায় নেই, এমন কোনো দেশ হয়ে ফিরতে হবে।' যোগ করেন তিনি।
বাংলাদেশ সফরে এখন পর্যন্ত একটি চারদিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলেছে আইরিশরা। চারদিনের ম্যাচে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। পরের তিনটিই জেতে বাংলাদেশ ইমার্জিং দল। পঞ্চম ম্যাচে মিরপুরে লড়ছে দুই দল। আগে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ২৬০ রান তুলেছে বাংলাদেশ।