হাজার কোটি ডলারের বেশি মূল্যে ভয়েস চ্যাটিং অ্যাপ ডিসকর্ড কিনতে চায় মাইক্রোসফট
একইসঙ্গে, ভয়েস চ্যাট ও ম্যাসেজিং সুবিধা প্রদানকারী অ্যাপ- ডিসকর্ড কিনে নেওয়ার কথা ভাবছে বিশ্বের প্রথমসারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এজন্য এক হাজার কোটি ডলারের বেশি মূল্য দিতে চাইছে কোম্পানিটি। আজ মঙ্গলবার (২৩ মার্চ) ব্লুমবার্গ ও দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত দুটি প্রতিবেদন এব্যাপারে নিশ্চিত করে।
মহামারির কারণে বৃদ্ধি পায় ঘরে বসে দূর- যোগাযোগের চাহিদা। ব্যবসা ও সামাজিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও গুরুত্ব বাড়ে এধরনের সেবা দেওয়া অ্যাপের। ডিসকর্ডও বিপুল পরিমাণ নতুন ব্যবহারকারী পেয়েছে, তাই মাইক্রোসফটের অধিগ্রহণ প্রস্তাব অযাচিত নয়।
প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই বিক্রির ব্যাপারে মাইক্রোসফটসহ সম্ভাব্য আরও কিছু ক্রেতার সঙ্গে আলোচনা করেছে ডিসকর্ড কর্তৃপক্ষ। আলোচনায় জড়িতরা এব্যাপারে গণমাধ্যম দুটিকে নিশ্চিত করেন।
তাদের একজন বলেছেন, "নির্দিষ্ট কিছু পক্ষের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে। কারণ, ডিসকর্ডের বাজার অবস্থান এখন যে পর্যায়ে তার ফলে কোম্পানিটি সহজেই দুই অঙ্কের বিলিয়ন ডলার মূল্য দাবি করতে পারে।"
সংশ্লিষ্ট আরেক ব্যক্তি অবশ্য ব্লুমবার্গকে জানান, বর্তমান অবস্থায় বিক্রির চাইতে পুঁজিবাজারে আসার দিকেই বেশি মনোযোগী হতে পারে ডিসকর্ড।
গেল মাসে পিন্টারেস্টের নির্বাহী টোমাসজ মার্কিনোস্কি ডিসকর্ডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। তারপরেই প্রতিষ্ঠানটির বিক্রয় নিয়ে সাম্প্রতিক খবরগুলো প্রকাশিত হলো।
এর আগে গত বছরের জুনে ১০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছিল ডিসকর্ড। ডিসেম্বর নাগাদ বিনিয়োগকারীরা অ্যাপটির বাজারমূল্য ৭শ' কোটি ডলার অনুমান করেছিলেন বলে জানায় দ্য নিউ ইয়র্ক টাইমস।
এব্যাপারে মন্তব্যের জন্য মাইক্রোসফট এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে- ডিসকর্ড ও মাইক্রোসফট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।
- সূত্র: বিজনেস ইনসাইডার