দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
শনিবার (৩ মার্চ) রাত ৯টায় দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রগুলো এসময় ১৩,০১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বলে জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
তবে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলেও ঢাকাসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ছিল না গতকাল।
পিডিবি জানিয়েছে, দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন প্রায় ২৫,০০০ মেগাওয়াট। দেশে নিয়মিত বিদ্যুতের চাহিদা ১১,০০০ থেকে ১১,৫০০ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে তবে শীতকালে এটি ৭,৫০০ থেকে ৮,০০০ মেগাওয়াটে নেমে যায়।
এর আগে গত বছরের ৬ই সেপ্টেম্বর ১২,৮৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।