লোকে কী বলে, তা নিয়ে ভাবেন না সাকিব
দেশসেরা ক্রিকেটার তিনি। তার পরিচয়ের গন্ডি অবশ্য আরও বড়, তিনি বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। এই মুহূর্তে সাকিব আল হাসানের গায়ে ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারের ট্যাগ। একসঙ্গে তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার রেকর্ড সাকিবই গড়েছিলেন।
মাঠের সেরা ক্রিকেটার হলেও সাকিবকে নিয়ে কম বিতর্ক নেই।বেশ আগে থেকেই নানা বিতর্কে নাম জাড়িয়ে আসছে বাঁহাতি এই অলরাউন্ডারের। বিভিন্ন ইস্যুতে তাকে নিয়ে চলে সমালোচনা। যদিও এতে সাকিবের কিছুই যায় এসে না। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে র্যাপিড ফায়ার প্রশ্নোত্তরে বাংলাদেশ অলরাউন্ডার জানিয়েছেন, লোকে কী বলে, তা নিয়ে ভাবেন না তিনি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গত ২৭ মার্চ ভারতে গেছেন সাকিব। ৭ দিনের কোয়ারেন্টিন শেষ করে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করবে সাকিবের দল কলকাতা।
ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে নিজের লক্ষ্যসহ অনেক বিষয় নিয়েই কথা বলেন সাকিব। টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে মানুষ কোন বিষয়ে সাকিবকে নিয়ে সবচেয়ে বেশি ভুল বুঝে থাকে? এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'লোকে তো অনেক কিছুই ভাবে। কিন্তু আমি সেসব নিয়ে ভাবি না। তারা কী ভাবে, সেটা আমি জানি না।'
এবারের আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন? এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'মুম্বাই ইন্ডিয়ান্স।' নিজের দল নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশ অলরাউন্ডার। বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। সাকিবের মতে, বোলিং বিভাগ কলকাতাকে শিরোপা জেতাতে পারে।
কলকাতার হয়ে আইপিএলের ছয়টি আসরে খেলা সাকিব বলেন, 'সব বিভাগই আমরা ভালোভাবে সাজিয়েছি। তবে এবার শিরোপা জেতাতে পারে আমাদের বোলিং বিভাগ। আমাদের বোলিং বিভাগ খুব ভালো।'
কলকাতার বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য সাকিব নিজেও। তবে শুধু বোলিং দিয়ে নয়, ব্যাট হাতেও অবদান রাখতে চান তিনি। এবারের আইপিএলে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। যা আইপিএলের ইতিহাসে রেকর্ড হবে। এখন পর্যন্ত কোনো অলরাউন্ডার এটা করে দেখাতে পারেননি।
২০১২ আইপিএলে একই ম্যাচে ৪৮ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এখন পর্যন্ত এটাই আইপিএলের সেরা অলরাউন্ড পারফরম্যান্স। সাকিব এবার মাইলফলক গড়তে চান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, 'দলের জয়ে অবদান রাখতে চাই। লক্ষ্য থাকবে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া।'