আইপিএল রাঙাতে প্রস্তুত মুস্তাফিজ
মাথায় রাজস্থান রয়্যালসের রঙিন ক্যাপ, গম্ভীর মুখে নিচের দিকে তাকানো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এমন একটি ছবির ক্যাপশনে লেখা 'টুর্নামেন্টের জন্য প্রস্তুত।' হ্যাঁ, রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) রাঙাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশের বাঁহাতি এই পেসার রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন মাঠে ফেরার।
নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেও নিজের বাসায় যাননি মুস্তাফিজ। গত ৪ এপ্রিল দেশে ফিরে বিমান বন্দরে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে ভারতের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ পেসার। মুম্বাইয়ে পৌঁছেই কোয়ারেন্টিনে চলে যেতে হয় মুস্তাফিজ ও তার স্ত্রীকে। ১১ এপ্রিল কোয়ারেন্টিন শেষ করে পরের দিন থেকে রাজস্থানের অনুশীলনে যোগ দেবেন মুস্তাফিজ।
মুস্তাফিজ যেদিন প্রথম অনুশীলনে নামবেন, সেদিন তার দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে। স্বভাবতই এই ম্যাচে খেলা হচ্ছে না তার। পরের ম্যাচেও তার খেলার সম্ভাবনা কম। তৃতীয় ম্যাচ থেকে মুস্তাফিজকে রাজস্থানের একাদশে দেখা যেতে পারে। এবারের আসরে তার ম্যাচ খেলার সুযোগ সেভাবে নাও হতে পারতো। কিন্তু জফরা আর্চার ইনজুরিতে পড়ায় মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেড়েছে।
টুর্নামেন্টের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিলেও ম্যাচ নিয়ে সেভাবে ভাবছেন না মুস্তাফিজ। ম্যাচ অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার পরিকল্পনা সাজিয়েছেন বাঁহাতি এই পেসার। তার ভাষায়, 'ম্যাচ নিয়ে বেশি ভাবা উচিত নয়। পুরো আসর নিয়ে ভাবতে গেলে চাপ তৈরি হবে। আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। রাজস্থানের হয়ে আইপিএল মিশনে যেন সফল হতে পারি, তার জন্য সব চেষ্টা করব।'
এবারের আইপিএলে ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা বাংলাদেশ পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ ২০১৮ আইপিএলে খেলেন।
মুস্তাফিজের আইপিএল অভিষেক ২০১৬ সালে। ওই আসরে প্রথমবারের মতো নিলামে ওঠেন তিনি। সেবার ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম মিশনেই বাজিমাত করা বাঁহাতি এই পেসার পরের আসরও হায়দরাবাদের হয়ে খেলেন। ২০১৮ আইপিএলে ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে ২৪ ম্যাচে ২৮.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।