শুরুতেই সাকিবের ছোবল
ব্যাট হাতে দলের জন্য অবদান রাখার তেমন সুযোগ মেলেনি। আট নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে মাত্র ৫ বল খেলার সুযোগ হয় সাকিব আল হাসানের। এই ৫ বলে আবার সেভাবে ব্যাট চালাতেও পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। মাত্র ৩ রান করেই আউট হয়ে যান সাকিব। তবে বল হাতে তার শুরুটা হলো দারুণ।
নিজের প্রথম ওভার করতে এসেই দলকে উইকেট এনে দিলেন সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১৮৮ রানের বড় লক্ষ্য দিয়ে বল হাতে দারুণ শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স।
১০ রানের মধ্যেই হায়দরাবাদের ২টি উইকেট তুলে নিয়েছে কলকাতা। শুরুটা করেছেন প্রাসিদ কৃষ্ণ। ডানহাতি এই পেসার ফিরিয়ে দেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।
পরের ওভার করতে এসে ছোবল বসান সাকিব। তার শিকার ঋদ্ধিমান সাহা। স্টাম্পের বেশ বাইরের ডেলিভারি খেলতে গিয়ে ইনসাইড এজ হন ঋদ্ধিমান, ভেঙে যায় তার স্টাম্প। প্রথম ওভারটি দারুণ করেছেন সাকিব। মাত্র ১ রান খরচা করে একটি উইকেট নেন তিনি।
দ্বিতীয় ওভারটি অবশ্য ভালো যায়নি সাকিবের। এই ওভারে তার খরচা ১২ রান। ৫ ওভার শেষে হায়দরাবাদের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। উইকেটে আছেন জনি বেয়ারস্টো ও মানিষ পান্ডে।