রাসেলের ক্যারিয়ার সেরা বোলিং, সবচেয়ে কিপ্টে সাকিব
প্রথম ম্যাচে ব্যাট হাতে অবদান রাখার তেমন সুযোগ মেলেনি। তবে বল হাতে শুরুতেই উইকেট পান সাকিব আল হাসান। যদিও শুরুর বলেই উইকেট পাওয়ার তৃপ্তিটা টেকেনি। ৪ ওভারে ৩৪ রান খরচা করেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় ম্যাচেও এক উইকেট পেয়েছেন সাকিব। তবে এই ম্যাচে মিলেছে তৃপ্তি, সবচেয়ে কিপ্টে বোলিং করেছেন তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা সাকিবকে খেলতে রীতিমতো হিমশিম খেয়েছেন। মারকাটারি ফরম্যাট হলেও বাঁহাতি এই অলরাউন্ডার ৪ ওভারে মাত্র ২৩ রান খরচা করে নেন একটি উইকেট। এদিন কলকাতার হয়ে সবচেয়ে কম রান খরচা করেছেন সাকিবই।
বল হাতে আলো ছড়িয়েছেন কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ১৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। বরুণ চক্রবর্তীও মুম্বাইয়ের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। এদের দারুণ বোলিংয়ে ১৫২ রানে থামতে হয় রোহিত শর্মার দলকে।
চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিক হারায় মুম্বাই। যদিও সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে এই চাপ সহজেই কাটিয়ে তোলেন রোহিত শর্মা। এই জুটিতে ৭৬ রান পায় মুম্বাই। কিন্তু ৩৬ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৬ রানের দারুণ একটি ইনিংস খেলে সূর্যকুমার আউট হলে দিক হারায় আইপিএলের সফলতম দলটি।
কিছুক্ষণ পরই বিদায় নেন ঈষাণ কিষান। ৪৩ রান করে রোহিত আউট হন। এরপর বাকি ব্যাটসম্যানরা কেউই দলের রানচাকা ঘোরাতে পারেননি। দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া ১৫ রান করে করেন। প্যাট কামিন্স ২টি এবং বরুণ চক্রবর্তী ও প্রাদিস কৃষ্ণ একটি করে উইকেট নেন।