সতীর্থ যখন সাকিবের ‘হেয়ার এক্সপার্ট’
চুল নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায় না সাকিব আল হাসানকে। চুলের ফ্যাশনে বাংলাদেশ অলরাউন্ডার ততোটা অনুকরণীয়ও নন। গত আগস্টে দেখা যায় ব্যতিক্রম। মাথায় লম্বা চুল নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। মাথায় ব্যান্ড পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে দেখা যায় বাঁহাতি এই অলরাউন্ডারকে। তার চুলের ফ্যাশন বদলে যেতে অবশ্য সময় লাগেনি, কিছুদিন পরই চুলে নতুন ছাট দেন।
সেই ছাট নিয়েই আইপিএল খেলতে যান সাকিব। এই ছাটও বেশিদিন স্থায়ী হলো না। এবার অবশ্য কোনো নরসুন্দরের কাছে যেতে হয়নি তাকে। কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ সুনীল নারিনকে দেখা গেল সাকিবের 'হেয়ার এক্সপার্ট'- এর ভূমিকায়। তার চুলে যে এখন নতুন ছাট, সেটা করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারই।
নিজের চুল কাটানোর দৃশ্য সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন সাকিবই। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, সাকিবের চুল কেটে দিচ্ছেন নারিন। ট্রিমার ও চিরুনি দিয়ে মনোযোগ সহকারে নারিন চুল কাটছিলেন আর তা ভিডিও করছিলেন সাকিব।
দৃশ্যটি বলে দেয় কলকাতা শিবিরে ভালোই সময় কাটছে সাকিব-নারিনদের। যদিও শেষ ম্যাচটি ভালো যায়নি কলকাতার। ১৫৩ রানের লক্ষ্যে দারুণ শুরু করেও ম্যাচটি ১০ রানে হেরে যায় কলকাতা। ৪ ওভারে ২৩ রান খরচায় এক উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতেও সুযোগ পান দলকে পথ দেখানোর। কিন্তু চাপ না থাকলেও সাকিব কাজটি করতে পারেননি, ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান।
প্রথম ম্যাচটিও ভালো যায়নি সাকিবের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অবশ্য ব্যাটিংয়ে সেভাবে সুযোগ পাননি তিনি। শেষের দিকে নেমে ৫ বলে করেন ৩ রান। বোলিংয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। আগামী ১৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে সাকিবের দল কলকাতা।