পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে কমেনি
গত এক সপ্তাহে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে চীন এবং মিশর থেকে তিন হাজার টন পেঁয়াজ আমদানির পর পাইকারী বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা কমলেও খুচরা বাজারে দাম কমেনি বরং বেড়েছে।
চট্টগ্রামের বিভিন্ন বাজারে শুক্রবার (২৯ নভেম্বর) ঘুরে দেখা গেছে, যেসব পেঁয়াজ গত সপ্তাহে ১৬০ টাকা বিক্রি হয়েছে আজ তার দাম হচ্ছে ২০০ টাকা থেকে ২২০ টাকা।
চট্টগ্রামের লালখান বাজার, কাজীর দেউড়ী কাঁচা বাজার, চকবাজার এলাকা ঘুরে দেখা গেছে খুচরা দোকানে এখনও পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১৫ থেকে ২২০ টাকায়। খুচরা বাজারে ভারতের পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। ভারতের পেঁয়াজ ২২০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৮০ টাকা, মিশরের পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ভোক্তারা বলছেন জেলা প্রশাসন পাইকারি বাজারে অভিযান চালালেও খুচরা বাজারে মনিটরিং বা অভিযানের নেই কোন ব্যবস্থা। ফলে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে যে যার ইচ্ছা মতো দাম নিচ্ছেন।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে খুচরা বাজারে কঠোর বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন তারা।
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় সহ সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী কারসাজি করে পেঁয়াজের দাম বেশি দেখিয়ে জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে। অবশ্যই প্রশাসনে প্রতিনিয়তই বাজার তদারকি করতে হবে। বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে বাজারে স্বস্তি ফিরে আসবে।”
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন জানান, “পাইকারী বাজারে দাম কমলে খুচরা বাজারে এর প্রভাব পড়তে কয়েকদিন সময় লাগে। এক, দুই দিনের মধ্যে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমে যাবে।”