ধোনিদের বিপক্ষে দাপট দেখানো হলো না মুস্তাফিজের
এবারের আইপিএল মিশনে শুরুটা ভালো না হলেও ছন্দ ফিরে পেতে সময় নেননি মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ছন্দময় বোলিং করেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ৪ ওভারে ২৯ রান খরচায় নেন ২ উইকেট। কিন্তু তৃতীয় ম্যাচে দাপুটে থাকা হলো না মুস্তাফিজের।
সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি। এদিন রাজস্থান রয়্যালসের বাকি বোলাররাও খরুচে ছিলেন। ছোট ছোট ঝড়ো ইনিংসে চেন্নাইকে ১৮৮ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছেন ফাফ ডু প্লেসি, আম্বতি রাইডু, ডোয়াইন ব্রাভোরা।
৪ ওভারে ৩৭ রান দেখে মুস্তাফিজকে খরুচেই মনে হওয়ার কথা। কিন্তু বল হাতে দারুণ শুরু করেন বাঁহাতি এই পেসার। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান খরচায় একটি উইকেট নেন তিনি। চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গাইকোয়াদকে ফেরান তিনি।
দ্বিতীয় ওভারটি ভালো যায়নি মুস্তাফিজের। এই ওভারে ১৩ রান খরচা করেন বাংলাদেশ পেসার। তৃতীয় ওভারে আবারও চেন্নাইয়ের রানচাকায় লাগাম টানেন তিনি। এবার তার খরচা ৬ রান। কিন্তু শেষ ওভারে রান আটকে রাখতে পারেননি মুস্তাফিজ। তার শেষ ওভার থেকে ১৫ রান তোলেন ডোয়াইন ব্রাভো।
ছোট ছোট ইনিংস হলেও চেন্নাইয়ের প্রায় সব ব্যাটসম্যানই রান করেন। ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন ডু প্লেসি। এ ছাড়া মঈন আলী ২৬, সুরেশ রায়না ১৮, আম্বতি রাইডু ২৭, মহেন্দ্র সিং ধোনি ১৮, স্যাম কারান ১৩ ও ব্রাভো অপরাজিত ২০ রান করেন।
রাজস্থান রয়্যালসের বাঁহাতি পেসার চেতন সাকারিয়া ৩৬ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এ ছাড়া ক্রিস মরিস ২টি ও রাহুল তেওয়াটিয়া একটি উইকেট নেন।