লকডাউনে ‘বিশেষ বিবেচনায়’ চলবে অভ্যন্তরীণ ফ্লাইট
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের মধ্যেই 'বিশেষ বিবেচনায়' অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার রাতে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশনসের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, "সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশেষ বিবেচনায় নির্ধারিত গন্তব্য থেকে সীমিত সংখ্যক যাত্রীবাহী বিমান এবং কর্পোরেট বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে জরুরি ঔষধ এবং মানবিক/ত্রাণ কার্যক্রম চালানো বিমান ছাড়া অন্যান্য সব ফ্লাইট বন্ধ থাকবে।"
এসব ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।
আগামীকাল থেকে চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট
করোনা মহামারির জন্য অভ্যন্তরীণ রুটে ১৬ দিন বন্ধ থাকার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামীকাল বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।