চট্টগ্রামে টিসিবির পেঁয়াজ কালোবাজারে, উদ্ধার করেছে পুলিশ
পেয়াঁজের দাম বৃদ্ধি নিয়ে চলমান সংকটের মধ্যে দোকানে বিক্রির সময় চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাত বস্তা পেয়াঁজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় এসব পেঁয়াজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।
বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “একটি দোকান থেকে পেঁয়াজগুলো উদ্ধার করা হয়। এসব পেঁয়াজ খুচরা বিক্রি করা হচ্ছিল। উদ্ধার হওয়া পেঁয়াজগুলো টিসিবির।”
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, এ ঘটনার চারজনকে আটক করা হয়েছে। পেঁয়াজগুলো জব্দ করা হয়েছে।
কীভাবে পেঁয়াজগুলো এখানে আসলো সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
টিসিবির আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন বলেন, “বায়েজিদ এলাকায় একটি মোড়ে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তবে কোথাও পেঁয়াজ উদ্ধারের খবর জানা নেই।”