বিশাল অঙ্কের কর পরিশোধ করবে স্যামসাংয়ের প্রয়াত চেয়ারম্যানের পরিবার
স্যামসাং ইলেকট্রনিকসের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির পরিবার বুধবার জানিয়েছে, তারা ১২ ট্রিলিয়ন ওনের (১০.৭৮ বিলিয়ন ডলার প্রায়) বেশি কর পরিশোধ করতে যাচ্ছে।
স্যামস্যাং ইলেকট্রনিকসকে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিতে পরিণত করার নায়ক ছিলেন লি কুন-হি। তিনিই স্যামসাংকে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন ও মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। গত বছরের ২৫ অক্টোবর লি কুন-হি মারা যান। লির নেট সম্পদের পরিমাণ এক হাজার ৭০০ কোটি ডলার প্রায়।
লির শেয়ার কীভাবে উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ করা হবে কিংবা বাইরের কারো কাছে বিক্রি করা হবে কিনা সে ব্যাপারে বুধবারে দেয়া পারিবারিক বিবৃতিতে বিস্তারিত বলা হয়নি। ঋণের পাশাপাশি কর প্রদান করতে পরিবারটি তাদের নিজস্ব এবং লির শেয়ারহোল্ডিং উভয় থেকে লভ্যাংশ ব্যবহার করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ট্যাক্স কোড কিস্তিতে অর্থ প্রদানের মঞ্জুরি দেয়, অর্থাৎ মোট কর বিলের ছয়ভাগের এক ভাগ প্রথমে পরিশোধ করতে হবে। বাকিটা পরবর্তী পাঁচ বছর ব্যাপী এক দশমিক দুই শতাংশ বার্ষিক সুদের হারে প্রদান করা যায়। ফলে লি কুন-হির পরিবারও ৫ বছর সময়ের মধ্যে মোট ছয় কিস্তিতে সে বিশাল অঙ্কের কর পরিশোধ করবে।
পরিবারটি ঘোষণা করেছে যে, একটি বিশেষায়িত সংক্রামক রোগ প্রতিরোধে ল্যাবরেটরি তৈরি এবং জনস্বাস্থ্য খাতে তারা এক ট্রিলিয়ন ওন অনুদান দেবে। এর পাশাপাশি জীবদ্দশায় লি'র এন্টিক সামগ্রী ও চিত্রকলার বিশাল সংগ্রহকে কোরিয়ার জাতীয় জাদুঘর এবং অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে দিয়ে দেয়া হবে।
- সূত্র-রয়টার্স