অলআউট হওয়ার পথে বাংলাদেশ
প্রথম টেস্টে ব্যাট হাতে রান পাহাড় গড়া বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে নেমে ধুঁকছে। শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২৪৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে বসেছে মুমিনুল হকের দল। ফলোঅন এড়াতে বাংলাদেশকে আরও ৪৭ রান করতে হবে। উইকেটে আছেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহি।
বাংলাদেশের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন প্রাভিন জয়াবিক্রমা। বাংলাদেশের যাওয়া ৯ উইকেটের ৬টিই নিয়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা লঙ্কান বাঁহাতি এই স্পিনার। যা অভিষেকে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ইনিংস সেরা বোলিং। রমেশ মেন্ডিস ২টি ও সুরঙ্গ লাকমল একটি উইকেট নিয়েছেন।
মুশফিক, মুমিনুল, লিটনের বিদায়, ঘোর সঙ্কটে বাংলাদেশ
ওপেনার সাইফ হাসানের বিদায়ের পর হঠাৎ-ই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এক রান পরই থামতে হয় নাজমুল হোসেন শান্তকে। মুমিনুলকে নিয়ে এই ধাক্কা কাটিয়ে তোলা তামিম ইকবালও এরপর ফিরে যান। ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে যাচ্ছিলেন মুমিনুল ও মুশফিকুর রহিম।
এই জুটিতে ৬৩ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু এই জুটিকে দীর্ঘ হতে দিলেন না কিছুক্ষণ পরপরই বাংলাদেশেকে বিপদে ফেলা প্রাভিন জয়াবিক্রমা। বাঁহাতি এই লঙ্কান স্পিনার মুশফিককেও ফিরিয়ে দিয়েছেন। ৪০ রান করে বিদায় নেন মুশফিক।
কিছুক্ষণ পর বাংলাদেশের বিপদ আরও বাড়ান রমেশ মেন্ডিস। ডানহাতি এই অফ স্পিনারের শিকার মুমিনুল। এরআগে ৪৯ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। পরের ওভারে লিটন কুমার দাসকে সাজঘর দেখিয়ে দেন জয়াবিক্রমা।
শ্রীলঙ্কার দুই স্পিনারেই দিকহারা হয়ে উঠেছে বাংলাদেশ। অভিষেক টেস্ট খেলতে নামা জয়াবিক্রমা ৪টি ও রমেশ মেন্ডিস ২টি উইকেট নিয়েছেন। মাত্র ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ঘোর সঙ্কটে। ৬৬ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২২৪ রান। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
এরআগে তৃতীয় দিন সকালের দিকে শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৯৮ রান যোগ করেন তামিম ইকবাল ও সাইফ হাসান। সাইফ ২৫ রান করে থামলে ভাঙনের শুরু হয়। এক রান পরই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত।
তামিম অবশ্য নিজের চেনা ছন্দে খেলে যেতে থাকেন। তার সঙ্গে যোগ দেন মুমিনুল হক। এই জুটিতে ৫৩ রান পায় বাংলাদেশ। আগের তিন ইনিংসে হাফ সেঞ্চুরি করা তামিম এবারও ৫০ ছাড়িয়ে যান। সেঞ্চুরির পথে থাকলেও ৯২ রানে করে বিদায় নেন অভিজ্ঞ এই ওপেনার।