সাকিবদের দলে করোনার হানা, কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ স্থগিত
করোনাকালে কঠিন সময়ের মধ্যে পড়তে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ রাত ৮টায় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। করোনার প্রকোপের কারণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এমন সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের খবরে জানিয়েছে, কলকাতা-বেঙ্গালুরু ম্যাচটির নতুন তারিখও ঠিক করে ফেলেছে বিসিসিআই। এবারের আইপিএলের ৩০তম ম্যাচ হতে পারে এটি। সোমবার ম্যাচটির নতুন তারিখ ঘোষণা করা হতে পারে। কলকাতা দলে করোনা সংক্রান্ত সমস্যা হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতার দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনজুরির কারণে বাইরে স্ক্যান করাতে যাওয়ায় তারা করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ক্রিকবাজের খবরে বলা হয়েছে।
এ ছাড়া কলকাতার আরও কয়েকজন ক্রিকেটার ও স্টাফ অসুস্থ বোধ করছেন। এর মধ্যে একজনকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমন অবস্থায় গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে বিরাট কোহলির বেঙ্গালুরু। তবে ভালো সময় যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। তালিকার ৭ নম্বরে আছে কলকাতা। ৭ ম্যাচে মাত্র দুটি জিতেছে সাকিব আল হাসানদের দল।