ট্রাকসহ টিসিবির ডিলার উধাও, ধরা পড়ায় সন্ধ্যার পর পেঁয়াজ বিক্রি
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি ) থেকে নিয়ম মেনেই ১ টন পেঁয়াজ নিয়েছিলেন মনসুরাবাদ এলাকার ডিলার কামরুল হাসান। তবে ওই পেঁয়াজ বিক্রি না করে বাসায় চলে যান তিনি। সারাদিন বাজার তদারকিতে থাকা লোকজন চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। অবশেষে সন্ধ্যায় মেলে তার খোঁজ। এরপর ওই ডিলারকে ধরে এনে সন্ধ্যার পর পেঁয়াজ বিক্রিতে বাধ্য করে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি দল।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, টিসিবি থেকে পেঁয়াজ তুলে বিক্রি বন্ধ করে এই ডিলার বাইরে পেঁয়াজ বিক্রির ফন্দি এটেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি তার। বাধ্য হয়েই তাকে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে সন্ধ্যার পর, সঙ্গে গুনতে হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা।
ঢাকায় ডিলারের মাধ্যমে টিসিবি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে, যেখানে বাজারে ১ কেজি দেশি পেঁয়াজ কিনতে হলে ভোক্তাকে ২২০-২৩০ টাকা গুনতে হচ্ছে। বাজারের এই পরিস্থিতিতে সুযোগ নিচ্ছে অনেক ডিলার। কোন কোন ডিলারের বিরুদ্ধে উঠেছে বাইরে পেঁয়াজ বিক্রি করে দেওয়ার অভিযোগ।
এরপর থেকে টিসিবির পেঁয়াজ পাহারা দেওয়ার কাজ শুরু করে ভোক্তা অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক দল। বাজারে ঠিকঠাক পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা, কেউ বাইরে পেঁয়াজ বিক্রি করছে কিনা, ক্রেতারা ঠিকভাবে পেঁয়াজ কিনতে পারছে কিনা এসব বিষয় দেখভাল করছে তারা।
বৃহষ্পতিবার ঢাকার মধ্যে মোট ৯টি তদারকি দল বিভিন্ন স্পটে ঘুরে টিসিবির পেঁয়াজ বিক্রির কার্যক্রম দেখভাল করেছে। যার একটির হাতে ধরা পড়ে মনসুরাবাদের ডিলার কামরুল হাসান।
তদারকি দলে থাকা ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “এই ডিলার সকালে ১ হাজার কেজি পেঁয়াজ নিয়েছেন, কিন্তু নির্ধারিত স্পটে বিক্রি করতে আসেনি। ঐ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তার খোঁজ করা হয়, কিন্তু সে বিকেল পর্যন্ত কারও ফোনই ধরেননি। পরে সন্ধ্যার আগে আগে ফোন ধরলে তার সঙ্গে কথা বলে সে সময় থেকেই বিক্রির নির্দেশ দেওয়া হয়।”
তিনি বলেন, ওই ডিলার বিক্রি বন্ধ রাখার কোন যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারেনি, তাই তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ডিলারদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় তদারকির জন্য বেশ কয়েকটি টিম বাজার মনিটরিং এ নামায়। পেঁয়াজের বাজার মনিটরিং করে যখন কোন ফল পাওয়া যায়নি, তখন যাতে সরকারের বিক্রয় কার্যক্রম নিয়ে কোন প্রশ্ন না উঠে সেজন্য টিসিবির পেঁয়াজ বিক্রি তদারকি করতে থাকে টিমগুলো।