সব ঠিক থাকলে মুক্তি পাবে ঈদের সিনেমা
করোনাভাইরাসের কারণে গত বছর দুই ঈদে সিনেমা হল বন্ধ ছিল। বছর ঘুরে আবার এসেছে ঈদ। এই ঈদের জন্য প্রস্তুতি ছিল। মুক্তি পাওয়ার কথা আছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সবকিছু এলোমেলো করে দিয়েছে।
এখনো বড় বাজেটের সিনেমার প্রযোজকেরা সিনেমা মুক্তি দেওয়ার ব্যাপারে নতুন করে হিসাব কষছেন। যেসব ছবি মুক্তির দৌড়ে এগিয়ে ছিল, সেগুলোর মুক্তিও অনিশ্চিত।
প্রায় ১৫ বছর ধরে ঢাকাই সিনেমার ঈদ মানেই শাকিব খানের ছবি। কোনো কোনো ঈদে তার পাঁচটি ছবিও মুক্তি পেয়েছে। আসন্ন ঈদে জনপ্রিয় এ নায়কের দুই ছবি আসার কথা ছিল- 'অন্তরাত্মা' ও 'বিদ্রোহী'। ছিল আরিফিন শুভসহ তারকাবহুল ছবি 'মিশন এক্সট্রিম', সিয়াম-পূজার 'শান', শান্ত খান-শ্রাবন্তীর 'বিক্ষোভ'।
শাকিবের দুই ছবি সর্বশেষ খবর
জনপ্রিয় অভিনেতা শাকিব খানের দুটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ঈদে। এরমধ্যে আগে থেকেই শুটিং করে রাখা 'বিদ্রোহী' ছিল। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার শুটিং ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে গত বছর। প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সিনেমা হল খোলা থাকলে সিনেমাটি রিলিজ দেব। কারণ, ছবি পুরোনো হয়ে গেলে আবেদন ফুরিয়ে যায়। তাই চেষ্টা করব দ্রুততার সাথে রিলিজ দেওয়ার।'
সিনেমা হল খোলা থাকলে অন্য কোনো প্রযোজক ছবি মুক্তি না দিলেও তিনি 'বিদ্রোহী' মুক্তি দেবেন বলে জোরের সঙ্গে জানান।
এ বছর লকডাউন শুরু হওয়ার আগে আগে শুটিং শেষ হওয়া 'অন্তরাত্মা' ছবিটি মুক্তির কথা ছিল ঈদে। কিন্তু শুটিং পরবর্তী কাজ এখনো শেষ করতে পারেননি পরিচালক ওয়াজেদ আলী সুমন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'ঈদে সিনেমাটী নিয়ে আসার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আমরা ডাবিং শেষ করতে পারিনি। সম্পাদনার কিছু কাজ দেশের বাইরে করার কথা। কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আপাতত ঈদের মুক্তি থেকে পিছিয়ে এসেছি।'
'অন্তরাত্মা'য় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বনিক।
অপেক্ষায় মিশন এক্সট্রিম
গতবছর ঈদে মুক্তির জন্য প্রস্তুত ছিল আরিফিন শুভ অভিনীত 'মিশন এক্সট্রিম' ছবিটি। বড় বাজেটের এই সিনেমার ট্রেলার টিজার রিলিজ হয়েছে গত বছরই। কিন্তু করোনায় আটকে যায় ছবিটি। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছিল আসছে ঈদে মুক্তি দেওয়ার। কিন্তু এখানে বাধ সেধেছে করোনা।
ঈদে মুক্তি পাবে কি পাবে না এটা নিয়ে আছে সিদ্ধান্তহীনতার কথা জানালেন 'মিশন এক্সট্রিম' সিনেমার অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঈদে যদি করোনার প্রকোপ কমে আসে, তবু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করবে। ছবি মুক্তি দিলেও যদি দর্শক দেখতে না যায়, সেক্ষেত্রে ক্ষতি আমাদের হবে। এজন্য আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকছি। খুব দ্রুত সিদ্ধান্ত নেব আমরা।'
'তবে আমরা প্রস্তুত আছি। ঈদে মুক্তি দিতে না পারলেও পরিস্থিতি অনুকূলে থাকলে ঈদের পর মুক্তি দেব। সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর,' বলেন তিনি।
সিয়ামের শান আসবে ঈদে
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে আসছে ঈদে মুক্তি পেতে পারে সিয়াম আহমেদ অভিনীত 'শান' ছবিটি। ছবির প্রযোজক আজাদ খান বলেন, "'শান' মুক্তি দেওয়ার জন্য তৈরি আছি। টিজারের মাধ্যমে ভীষণ ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু করোনা পরিবেশ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে কিছুই করার থাকবে না। সেজন্য অন্তত রোজার শেষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"
এদিকে সিনেমা হল মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, 'ঈদে সিনেমা হল খোলা থাকবে। আমরা চাই প্রযোজকেরা ভালো ভালো সিনেমা মুক্তি দিক। ছবি ভালো হলে মানুষ সিনেমা হলে আসবেই। ভালো ছবি ও দর্শকদের উপস্থিতি সন্তোষজনক হলে স্বাস্থ্যবিধি মেনে ছবি প্রদর্শনের নিশ্চয়তা সিনেমা হলের মালিকরা অবশ্যই দেবেন।'